বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে হেনস্তার অভিযোগ ওঠে। ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগে একাধিক প্রশ্নের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? কোনও এফআইআর দায়ের হয়েছে কি? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন?” হাইকোর্টের নির্দেশ, রাজ্যের মুখ্যসচিব বা সেই পদমর্যাদার একজন আধিকারিক আদালতের এই প্রশ্নগুলি ওড়িশার মুখ্য সচিবকে পাঠাবে। প্রশ্নের উত্তর দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে
Last Updated: Jul 10, 2025, 16:29 IST


