মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার, ব্রিজ পরিদর্শনে গিয়ে বললেন মমতা

Bangla Editor | News18 Bangla | 05:39:53 PM IST Sep 06, 2018

মাঝেরহাট ব্রিজ বিপর্যয় নিয়ে বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে বৈঠক। মুখ‍্যসচিবের নেতৃত্বে কমিটি তদন্ত করবে। দার্জিলিং থেকে ফিরে মাঝেরহাটে গিয়ে জানালেন মুখ‍্যমন্ত্রী। একজনের মৃত‍্যু হয়েছিল। আরও একজনের দেহ পাওয়া গিয়েছে। একজন মিসিং। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা। ক্রিটিকালদের ১ লক্ষ টাকা। আহতদের পঞ্চাশ হাজার টাকা ৷ দার্জিলিং সফর কাটছাট করে বুধবার সন্ধেয় কলকাতায় পৌঁছন মুখ‍্যমন্ত্রী। বিমানবন্দর থেকে সোজা চলে যান মাঝেরহাটে। কথা বলেন ইনজিনিয়রদের সঙ্গে। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন মুখ‍্যমন্ত্রী। মুখ‍্যমন্ত্রী এদিন বলেন, মেট্রো রেলের কাজে ভইব্রেশন হয়, এটা প্র্যাক্টিকাল...কোনও অ‍্যাঙ্গেল ছোট করতে চাই না। সার্টিফিকেট দিয়ে মূল জায়গা থেকে সরে আসতে চাই না। পুলিশ এফআইআর করেছে। চিফ সেকের নেতৃত্বে কমিটি তদন্ত করবে ৷ কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই মাঝেরহাট ব্রিজ খুলতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকাজে যাঁরা ঝাঁপিয়েছিলেন তাঁদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

লেটেস্ট ভিডিও