Birthday Party Death : জন্মদিনের পার্টিতে গিয়ে যুবকের রহস্য মৃত্যু! কী বেরিয়ে আসছে তদন্তে? দেখুন ভিডিও ...

Bangla Editor | News18 Bangla | 07:10:30 PM IST Jul 18, 2021

#কলকাতা : বন্ধুর জন্মদিনে রাতভর পার্টি করার পর সকালে উদ্ধার হল যুবকের দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে গল্ফগ্রিনে (Golf Green)। নিথর অবস্থায় যুবককে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত (Death) বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত রিক্তেশ মোদকের পরিবারের অভিযোগ, ছেলেকে খুন করা হয়েছে এবং তাতে জড়িত বন্ধু কৌশিক মণ্ডল। এই অভিযোগের ভিত্তিতে কৌশিককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ।

লেটেস্ট ভিডিও