আশঙ্কা থাকলেও শক্তি হারানোয় রক্ষা। বাংলায় ঢুকে শক্তি হারিয়ে গতি হারায় ফণী। পূর্বাভাসে যতটা আশঙ্কা ছিল, ততটা প্রভাব পড়েনি কলকাতায়। আবহাওয়া দফতরকে দায়ী করছেন অনেকেই। যদিও আলিপুর আবহাওয়া দফতরের দাবি তাদের পূর্বাভাসে গলদ ছিল না। পূর্বাভাস মিলেছে নব্বই শতাংশ।
Last Updated: May 04, 2019, 22:45 IST