সত্তরের দশকে যখন সিনেমায় সঙ্গীতের জাদু তার চরমে ছিল তখন একটি গান প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সফল হয়েছিল ৷ ‘চড়তি জওয়ানি মেরি চাল মস্তানি’... ১৯৭১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘কারওয়া’-এর এই সুপারহিট গান আজও শুনলেই পুরনো দিনের স্মৃতি তাজা করে দেয়। লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফির জাদুকরী কণ্ঠে সজ্জিত এই গান সেই সময়ের সঙ্গীতপ্রেমী জনতাকে নাচতে বাধ্য করেছিল। স্ক্রিনে অরুণা ইরানি এই গানকে একটি ‘ভিজ্যুয়াল ট্রিট’ বানিয়ে দিয়েছিল। এই গান শুধু তার কথা এবং সুরের জন্যই বিখ্যাত হয়নি, বরং হিন্দি সিনেমায় রোম্যান্টিক মিউজিকের স্বর্ণযুগের প্রতীকও হয়ে উঠেছিল। আজও যখন এই সুর বাজে, তখন শুনতে থাকা ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে সেই সোনালী যুগে হারিয়ে যায়। ৭০-এর দশকে এই গান শুধু যুবকদেরই নয়, বৃদ্ধদের হৃদয়েও উত্তেজনা সৃষ্টি করেছিল।
Last Updated: November 07, 2025, 18:56 IST