মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পেতে চলেছেন অভিনেতা ধর্মেন্দ্র৷ রবিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দনকেও মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সোমবার পদ্ম পুরস্কারের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতেই প্রয়াত ধর্মেন্দ্র এবং ভি এস অচ্যুতানন্দনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করা হয়েছে৷



