Yamaha Fascino 125 Hybrid: খুব সস্তায় স্কুটার আনল Yamaha, দেখতে দারুন, ফিচার্স অনেক

Last Updated:
লকডাউনে অফিস যেতে সমস্যায় পড়েছেন! অনেকদিন ধরেই ভাবছেন স্কুটার কিনবেন! দেখুন Yamaha -র এই মডেল। পাবেন সস্তায়।
1/5
খুব সস্তায় স্কুটার আনল ইয়ামাহা। জাপানি দুচাকা প্রস্তুতকারী সংস্থা ভারতের বাজারে Yamaha Fascino 125 Hybrid লঞ্চ করেছে। চলতি মাসের শেষ থেকেই এই স্কুটার শোরুমে দেখা যাবে।
খুব সস্তায় স্কুটার আনল ইয়ামাহা। জাপানি দুচাকা প্রস্তুতকারী সংস্থা ভারতের বাজারে Yamaha Fascino 125 Hybrid লঞ্চ করেছে। চলতি মাসের শেষ থেকেই এই স্কুটার শোরুমে দেখা যাবে।
advertisement
2/5
Yamaha Fascino 125 Hybrid দেখতে যেমন সুন্দর, তেমনই দারুন কিছু ফিচার্স দেওয়া হয়েছে এই মডেলে। স্মার্ট মোটর জেনারেটর সিস্টেম দিয়েছে সংস্থা। যার ফলে বন্ধ গাড়ি স্টার্ট করা সময় ইলেকট্রিক মোটরের মতো কাজ করবে।
Yamaha Fascino 125 Hybrid দেখতে যেমন সুন্দর, তেমনই দারুন কিছু ফিচার্স দেওয়া হয়েছে এই মডেলে। স্মার্ট মোটর জেনারেটর সিস্টেম দিয়েছে সংস্থা। যার ফলে বন্ধ গাড়ি স্টার্ট করা সময় ইলেকট্রিক মোটরের মতো কাজ করবে।
advertisement
3/5
Yamaha Fascino 125 Hybrid-এ এয়ার কুলড ফুয়েল ইনজেক্টেড, ১২৫ সিসি ব্লু কোর ইঞ্জিন দিয়েছে ইয়ামাহা।
Yamaha Fascino 125 Hybrid-এ এয়ার কুলড ফুয়েল ইনজেক্টেড, ১২৫ সিসি ব্লু কোর ইঞ্জিন দিয়েছে ইয়ামাহা।
advertisement
4/5
6,500 RPM-এ 8.2 PS পাওয়ার ও 5000 RPM-এ10.3 Nm পিক টর্ক পাওয়া যাবে। ডিস্ক ব্রেক ভার্সনে ব্লু-টুথ এনাবেল্ড Yamaha Motorcycle Connect X অ্যাপ- এর সঙ্গে কানেক্ট করা যাবে।
6,500 RPM-এ 8.2 PS পাওয়ার ও 5000 RPM-এ10.3 Nm পিক টর্ক পাওয়া যাবে। ডিস্ক ব্রেক ভার্সনে ব্লু-টুথ এনাবেল্ড Yamaha Motorcycle Connect X অ্যাপ- এর সঙ্গে কানেক্ট করা যাবে।
advertisement
5/5
 DRLs, LED টেল ল্যাম্প ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে। থাকবে সাইড স্ট্যান্ড কাট-অফ ও ইঞ্জিন কাট-অফ সুইচ। Yamaha Fascino 125 FI ডিস্ক ব্রেক ভার্সন-এর দাম ৭৬,৫৩০। ড্রাম ব্রেক ভার্সনের দাম ৭০,০০০ (এক্স শোরুম, দিল্লি)।
DRLs, LED টেল ল্যাম্প ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে। থাকবে সাইড স্ট্যান্ড কাট-অফ ও ইঞ্জিন কাট-অফ সুইচ। Yamaha Fascino 125 FI ডিস্ক ব্রেক ভার্সন-এর দাম ৭৬,৫৩০। ড্রাম ব্রেক ভার্সনের দাম ৭০,০০০ (এক্স শোরুম, দিল্লি)।
advertisement
advertisement
advertisement