বাজারে এল Xiaomi-র নতুন ইলেকট্রিক বাইক, এক চার্জে চলবে 120 কিমি

Last Updated:
1/5
Himo ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করল Xiaomi। এই বাইকটিকে দেখতে অনেকটা সাইকেলের মতন। কিন্তু এর প্যাডেল এই বাইকে সাধারন সাইকেলের থেকে আলাদা করে তোলে, একে বেশি ই-বাইকের মতন দেখতে।
Himo ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করল Xiaomi। এই বাইকটিকে দেখতে অনেকটা সাইকেলের মতন। কিন্তু এর প্যাডেল এই বাইকে সাধারন সাইকেলের থেকে আলাদা করে তোলে, একে বেশি ই-বাইকের মতন দেখতে।
advertisement
2/5
Xiaomi Himo T1-এ রয়েছে LED হেডলাইট আর রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেটে দেখা যাবে ব্যাটারি চার্জ, স্পিড, সময় ইত্যাদি।
Xiaomi Himo T1-এ রয়েছে LED হেডলাইট আর রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেটে দেখা যাবে ব্যাটারি চার্জ, স্পিড, সময় ইত্যাদি।
advertisement
3/5
Xiaomi জানিয়েছে  Himo T1 এর ভিতরে থাকবে একটি 14,000 mAh ব্যাটারি। 14 Ah অথবা 28 Ah শক্তিতে পাওয়ারের অপশন থাকবে এই বাইকে। 14 Ah শক্তিতে এই বাইক এক চার্জে চলবে 60 কিমি রাস্তা। 28 Ah শক্তিতে এক চার্জে চলবে 120 কিমি।
Xiaomi জানিয়েছে Himo T1 এর ভিতরে থাকবে একটি 14,000 mAh ব্যাটারি। 14 Ah অথবা 28 Ah শক্তিতে পাওয়ারের অপশন থাকবে এই বাইকে। 14 Ah শক্তিতে এই বাইক এক চার্জে চলবে 60 কিমি রাস্তা। 28 Ah শক্তিতে এক চার্জে চলবে 120 কিমি।
advertisement
4/5
এছাড়াও থকাছে সাসপেনশন ফর্ক, ডুয়াল কয়েল রিয়ার সাসপেনশন, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, পিছনের চাকায় ড্রাম ব্রেক।  4.5 মিটার দূরত্বে এই ইলেকট্রিক বাইক ব্রেক কাজ করবে।
এছাড়াও থকাছে সাসপেনশন ফর্ক, ডুয়াল কয়েল রিয়ার সাসপেনশন, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, পিছনের চাকায় ড্রাম ব্রেক। 4.5 মিটার দূরত্বে এই ইলেকট্রিক বাইক ব্রেক কাজ করবে।
advertisement
5/5
এই বাইকের সর্বোচ্চ গতি সম্পর্কে কোন মন্তব্য করেনি Xiaomi। লাল, ধুসর ও সাদা রঙে পাওয়া যাবে 53 কিলোগ্রাম ওজনের  Himo T1। চিনে Xiaomi Himo T1 এর দাম 2,999 ইউয়ান (প্রায় 31,000 টাকা)।
এই বাইকের সর্বোচ্চ গতি সম্পর্কে কোন মন্তব্য করেনি Xiaomi। লাল, ধুসর ও সাদা রঙে পাওয়া যাবে 53 কিলোগ্রাম ওজনের Himo T1। চিনে Xiaomi Himo T1 এর দাম 2,999 ইউয়ান (প্রায় 31,000 টাকা)।
advertisement
advertisement
advertisement