Knowledge Story: কেন হয় না নীল-লাল চাকা? টায়ার সবসময় কালো রঙের হয় কেন? চমকদার কারণ
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
Why Tyres Are Black: আজ থেকে প্রায় ১২৫ বছর আগে সাদা রঙের টায়ার তৈরি হত। রাস্তায় যত গাড়ি চলত, সবার টায়ার সাদা রঙের। আসলে রাবার, যা টায়ার তৈরিতে ব্যবহৃত হয়, তার রঙ দুধ সাদা। তাহলে কবে থেকে কালো রঙের টায়ার তৈরি শুরু হল?
advertisement
অনেকেই জানেন না, আজ থেকে প্রায় ১২৫ বছর আগে সাদা রঙের টায়ার তৈরি হত। রাস্তায় যত গাড়ি চলত, সবার টায়ার সাদা রঙের। আসলে রাবার, যা টায়ার তৈরিতে ব্যবহৃত হয়, তার রঙ দুধ সাদা। তাহলে কবে থেকে কালো রঙের টায়ার তৈরি শুরু হল? গাড়ির ওজন নেওয়ার মতো বা দুর্গম রাস্তায় মসৃণভাবে চলার জন্য রাবার যথেষ্ট শক্তিশালী নয়। তাই এর সঙ্গে মেশাতে হয় অন্য উপাদান। সেটাই টায়ারের শক্তি এবং আয়ু বাড়ায়।
advertisement
advertisement
advertisement
টায়ার গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চার চাকা হোক বা দু’চাকা, টায়ারই গাড়িকে বয়ে নিয়ে যায়। রাস্তার ঘর্ষণ সহ্য করে। তাই টায়ারকে মজবুত এবং দীর্ঘস্থায়ী বানানো দরকার। যাতে সমস্ত ঘাত প্রতিঘাত সহ্য করতে পারে। নির্ভরযোগ্যতাই ভাল টায়ারের মাপকাঠি। এই কারণেই টায়ার তৈরির সময় কার্বন ব্যবহার করা হয়। আর কার্বনের জন্যই টায়ারের রঙ সবসময় কালো হয়। অন্য কিছু নয়।