আগামিকালের মধ্যে WhatsApp Privacy Policy অ্যাকসেপ্ট না করলে কী হতে পারে? জেনে নিন এখনই!

Last Updated:
অ্যাকাউন্ট এখনই বন্ধ করা হবে না, তবে ইউজারকে WhatsApp ব্যবহার করার সময়ে কিছু অসুবিধার মুখে পড়তে হবে।
1/5
 WhatsApp-এর নতুন Privacy Policy গ্রহণ করার ডেডলাইন ১৫ মে করা হয়েছিল। ইউজারদের নানা ধরনের ফিডব্যাকের কারণে বেশ কিছু দিন বিলম্বিত হয়েছে WhatsApp-এর নতুন Privacy Policy-র। Facebook-এর মালিকানাধীন এই সংস্থা জানিয়েছে যে নতুন পলিসিতে বিশেষ কোনও বদল করা হয়নি। খুব ছোট পরিবর্তন আনা হয়েছে। যাঁরা এটা অ্যাকসেপ্ট করবেন না তাঁদের অ্যাকাউন্ট এখনই বন্ধ করা হবে না, তবে ইউজারকে WhatsApp ব্যবহার করার সময়ে কিছু অসুবিধার মুখে পড়তে হবে।
WhatsApp-এর নতুন Privacy Policy গ্রহণ করার ডেডলাইন ১৫ মে করা হয়েছিল। ইউজারদের নানা ধরনের ফিডব্যাকের কারণে বেশ কিছু দিন বিলম্বিত হয়েছে WhatsApp-এর নতুন Privacy Policy-র। Facebook-এর মালিকানাধীন এই সংস্থা জানিয়েছে যে নতুন পলিসিতে বিশেষ কোনও বদল করা হয়নি। খুব ছোট পরিবর্তন আনা হয়েছে। যাঁরা এটা অ্যাকসেপ্ট করবেন না তাঁদের অ্যাকাউন্ট এখনই বন্ধ করা হবে না, তবে ইউজারকে WhatsApp ব্যবহার করার সময়ে কিছু অসুবিধার মুখে পড়তে হবে।
advertisement
2/5
যেমন WhatsApp চ্যাট, নোটিফিকেশন ও WhatsApp কল-এর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আসবে।। অর্থাৎ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট না হলেও, অনেক ফিচার্স ব্যবহার করতে পারবেন না ইউজাররা। এতে খারাপ ও ভালো দিক হল কারও অ্যাকাউন্ট বন্ধ না হলেও তিনি ধীরে ধীরে বুঝতে পারবেন, যে তিনি WhatsApp-এর বহু ফিচার্স থেকে বঞ্চিত হচ্ছেন।
যেমন WhatsApp চ্যাট, নোটিফিকেশন ও WhatsApp কল-এর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আসবে।। অর্থাৎ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট না হলেও, অনেক ফিচার্স ব্যবহার করতে পারবেন না ইউজাররা। এতে খারাপ ও ভালো দিক হল কারও অ্যাকাউন্ট বন্ধ না হলেও তিনি ধীরে ধীরে বুঝতে পারবেন, যে তিনি WhatsApp-এর বহু ফিচার্স থেকে বঞ্চিত হচ্ছেন।
advertisement
3/5
সুতরাং, এবার যা হতে চলেছে তা WhatsApp সূত্রে জানা গিয়েছে! যে সব ইউজার এই WhatsApp-এর আপডেটেড প্রাইভেসি পলিসি স্বীকার করবেন না, তাঁরা ঠিক কোন কোন ফিচার্স পাবেন না? সব থেকে বড় কথা হল, চ্যাট লিস্ট অ্যাকসেস করতে পারবেন না তাঁরা। সেই সঙ্গেই আবার ভয়েস এবং ভিডিও কলও রিসিভ করতে পারবেন না। তবে, WhatsApp পরে আবার তাঁদের ভয়েস কল বা ভিডিও কল ব্যাক করার অনুমতি দেবে।
সুতরাং, এবার যা হতে চলেছে তা WhatsApp সূত্রে জানা গিয়েছে! যে সব ইউজার এই WhatsApp-এর আপডেটেড প্রাইভেসি পলিসি স্বীকার করবেন না, তাঁরা ঠিক কোন কোন ফিচার্স পাবেন না? সব থেকে বড় কথা হল, চ্যাট লিস্ট অ্যাকসেস করতে পারবেন না তাঁরা। সেই সঙ্গেই আবার ভয়েস এবং ভিডিও কলও রিসিভ করতে পারবেন না। তবে, WhatsApp পরে আবার তাঁদের ভয়েস কল বা ভিডিও কল ব্যাক করার অনুমতি দেবে।
advertisement
4/5
এছাড়াও সেই সব ইউজারদের WhatsApp-এ নোটিফিকেশনও আসবে। তবে আপাতত সব ভয়েস এবং ভিডিও কলের জবাব দেওয়া যাবে না। তবে এই পরিষেবা কত দিন বন্ধ থাকবে বা পরে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। গত জানুয়ারি মাসে WhatsApp তাই ইউজারদের নতুন Privacy Policy নিয়ে আসার কথা বলে একটি করে পপ-আপ পাঠায়। ইতিমধ্যে Instagram, Facebook Messenger-এর মতো অ্যাপ্লিকেশনগুলি Facebook-এর সঙ্গে মিলিত হয়েছে। এই সিদ্ধান্তের পরই নড়েচড়ে বসেন WhatsApp ইউজাররা। ফলে WhatsApp-এর নতুন Privacy Policy নিয়ে বেশ জল ঘোলা হয়।
এছাড়াও সেই সব ইউজারদের WhatsApp-এ নোটিফিকেশনও আসবে। তবে আপাতত সব ভয়েস এবং ভিডিও কলের জবাব দেওয়া যাবে না। তবে এই পরিষেবা কত দিন বন্ধ থাকবে বা পরে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। গত জানুয়ারি মাসে WhatsApp তাই ইউজারদের নতুন Privacy Policy নিয়ে আসার কথা বলে একটি করে পপ-আপ পাঠায়। ইতিমধ্যে Instagram, Facebook Messenger-এর মতো অ্যাপ্লিকেশনগুলি Facebook-এর সঙ্গে মিলিত হয়েছে। এই সিদ্ধান্তের পরই নড়েচড়ে বসেন WhatsApp ইউজাররা। ফলে WhatsApp-এর নতুন Privacy Policy নিয়ে বেশ জল ঘোলা হয়।
advertisement
5/5
এর পর Facebook-এর মালিকানাধীন এই সংস্থা WhatsApp-এর নতুন Privacy Policy গ্রহণ করার ডেডলাইন ১৫ মে করে। তাই এখনও যদি Privacy Policy স্বীকার না করা হয়ে থাকে, তাহলে ঠাণ্ডা মাথায় একবার ভেবে নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কারণ, WhatsApp অ্যাকাউন্টের যাবতীয় ফিচার্স সচল রাখতে, অতি অবশ্যই কোম্পানির আপডেটেড প্রাইভেসি পলিসি মেনে চলতে হবে।
এর পর Facebook-এর মালিকানাধীন এই সংস্থা WhatsApp-এর নতুন Privacy Policy গ্রহণ করার ডেডলাইন ১৫ মে করে। তাই এখনও যদি Privacy Policy স্বীকার না করা হয়ে থাকে, তাহলে ঠাণ্ডা মাথায় একবার ভেবে নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কারণ, WhatsApp অ্যাকাউন্টের যাবতীয় ফিচার্স সচল রাখতে, অতি অবশ্যই কোম্পানির আপডেটেড প্রাইভেসি পলিসি মেনে চলতে হবে।
advertisement
advertisement
advertisement