এসব মোবাইলে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, দেখে নিন তালিকা

Last Updated:
২০২০ সালে হোয়াটসঅ্যাপ কোন কোন মোবাইলে কাজ করবে না ! দেখুন তালিকা
1/5
কিছু WhatsApp ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷ ১ জানুয়ারি থেকে বেশ কয়েকটি স্মার্টফোনে বন্ধ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ।
কিছু WhatsApp ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷ ১ জানুয়ারি থেকে বেশ কয়েকটি স্মার্টফোনে বন্ধ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ।
advertisement
2/5
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে Windows ফোনগুলিতে আর চলবে না হোয়াটসঅ্যাপ। Windows mobile operating system- এ মূলত আর কোনও আপডেট পাবে না, এমনকি আর নতুন কোনও ফির্চাসও পাওয়া সম্ভব না এই ফোনগুলিতে। ১ জুলাই ২০১৯ থেকেই Windows Store থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে Windows ফোনগুলিতে আর চলবে না হোয়াটসঅ্যাপ। Windows mobile operating system- এ মূলত আর কোনও আপডেট পাবে না, এমনকি আর নতুন কোনও ফির্চাসও পাওয়া সম্ভব না এই ফোনগুলিতে। ১ জুলাই ২০১৯ থেকেই Windows Store থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ।
advertisement
3/5
iOS 8 বা ওর থেকে পুরনো iOS-দ্বারা পরিচালিত iPhone বা iPad-এ ১ ফেবরুয়ারি ২০২০ থেকে আর চলবে না হোয়াটসঅ্যাপ। কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে, ৪.০.৩ ভার্সানের নিচের ভার্সানের মোবাইল গুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
iOS 8 বা ওর থেকে পুরনো iOS-দ্বারা পরিচালিত iPhone বা iPad-এ ১ ফেবরুয়ারি ২০২০ থেকে আর চলবে না হোয়াটসঅ্যাপ। কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে, ৪.০.৩ ভার্সানের নিচের ভার্সানের মোবাইল গুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
advertisement
4/5
যদি কোনও iOS ৮ ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, সেটা হল কোনও ভাবেই যেন আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইন্সটল না হয়।
যদি কোনও iOS ৮ ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, সেটা হল কোনও ভাবেই যেন আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইন্সটল না হয়।
advertisement
5/5
 বাদ যায়নি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও। ২.৩.৭ ভার্সন বা তার থেকে পুরনো অ্যান্ড্রয়েড সিস্টেমেও বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে যারা ৬ বছর পুরনো হ্যান্ডসেট ব্যবহার করছে তাঁরা আর পারবে না নতুন অ্যাকাউন্ট খুলতে না পারবে ভেরিফিকেশন করেতে।
বাদ যায়নি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও। ২.৩.৭ ভার্সন বা তার থেকে পুরনো অ্যান্ড্রয়েড সিস্টেমেও বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে যারা ৬ বছর পুরনো হ্যান্ডসেট ব্যবহার করছে তাঁরা আর পারবে না নতুন অ্যাকাউন্ট খুলতে না পারবে ভেরিফিকেশন করেতে।
advertisement
advertisement
advertisement