হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিছু সময় আগেই আমরা জানতে পেরেছিলাম যে Whatsapp-এর ডেস্কটপ বা ওয়েব ভার্সনেও নিয়ে আসতে চলেছে ভয়েস এবং ভিডিও কলিং ফিচার। বেশ কিছু সময় ধরে পরীক্ষা করার পর এবার খুব শীঘ্রই এই ফিচারটি রোলআউট করতে চলেছে হোয়াটসঅ্যাপ।
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, আপাতত পরীক্ষামূলক ভাবে হোয়াটসঅ্যাপ ওয়েব/ডেস্কটপের কিছু বিটা ইউজার নতুন ফিচারটি ব্যবহার করতে পারছেন। Web Beta টেস্টিংয়ের জন্য নির্দিষ্ট কিছু ইউজারদের জন্য ফিচার দুটি রোল-আউট করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই দুটি ফিচারের সুবিধা গ্রহণ করতে পারবেন সব ব্যবহারকারীরা। এছাড়া MacOS ও Windows ব্যবহারকারীরাও ডেস্কটপ অ্যাপের মাধ্যমে ফিচারগুলির সুবিধা গ্রহণ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ওয়েব/ডেস্কটপে ফিচারটি লঞ্চ হলে এটি সরাসরি প্রতিযোগি হবে জুম, গুগল মিট এবং মাইক্রোসফ্টের টিমস অ্যাপ। বিশেষজ্ঞরা বলছেন যে এই ফিচারগুলি হোয়াটসঅ্যাপে আসার পর অন্যান্য সমস্ত অ্যাপকে পিছনে ফেলে দেবে। কারণ, হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলিং এর জন্য অন্য কোনও অ্যাপ খোলার দরকার পরে না। কিন্তু জুম, গুগল মিট এবং মাইক্রোসফ্ট টিম অ্যাপের ক্ষেত্রে সেটা নয়।
ওয়েব/ডেস্কটপ সংস্করণের ভয়েস ও ভিডিও কলিংয়ের ফিচারটি ‘Whatsapp Calls’ নামে প্রকাশ্যে আসতে পারে। এক্ষেত্রে ব্যবহারকারীদের চ্যাট স্ক্রীনের উপরের দিকে ভয়েস ও ভিডিও কলিংয়ের বাটন দুটি দেখা যাচ্ছে। যদি কোনও ইউজারের কাছে ভয়েস বা ভিডিও কল আসে তাহলে স্ক্রীনে একটি নতুন পপ-আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনি ফোনটিকে এক্সেপ্ট বা ডিক্লাইন করার অপশন পাবেন। কল গ্রহণ করলে পপ-আপ স্ক্রীনে Switching to Video Call, Mute the call এবং End to End Call – এর মতো অপশনগুলি দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ ওয়েব/ডেস্কটপে ভয়েস কলিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সমন্বিত মোবাইল ফোনের প্রয়োজন হবে। সেই সঙ্গে দরকার পড়বে ইন্টারনেট কানেকশনেরও। এরপর যেভাবে ইউজাররা নির্দিষ্ট QR Code স্ক্যান করে Whatsapp Web/Desktop সংস্করণে লগ-ইন করতে পারবেন একই ভাবে লগ ইন করার ব্যবহার করতে পারবেন এই ফিচার দুটি।