WhatsApp New Feature: বিনামূল্যে হবে ইন্টারন্যাশনাল কল, এবার iPhone-এ ডিফল্ট কলিং অ্যাপ হিসাবে কাজ করবে WhatsApp
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: এই আপডেটের ফলে ব্যবহারকারীরা WhatsApp Calls ট্যাব থেকে সরাসরি একটি মোবাইল নম্বর ডায়াল করতে পারবেন।
advertisement
শুধু তা-ই নয়, এখানে নম্বর টাইপ করে কল করাও সম্ভব হবে, যদি সেটা WhatsApp অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকে। আর এই ফিচারের সম্পূর্ণ উপযোগিতা লাভ করতে ব্যবহারকারীরা WhatsApp-কে নিজেদের গো-টু-কলিং অ্যাপ বানাতে পারেন। কিন্তু কীভাবে? সেটাই বিশদে দেওয়া হল নীচে। iOS-এ WhatsApp-কে ডিফল্ট কলিং অ্যাপ হিসেবে সেট করতে এই ধাপগুলি অনুসরণ করতে হবে:
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
WhatsApp-কে নিজের ডিফল্ট কলিং অ্যাপ হিসেবে কেন বেছে নেবেন ব্যবহারকারীরা? এমন অনেক সময় এসে উপস্থিত হয়, যখন ব্যবহারকারীদের কাছে সেলুলার রিসেপশন থাকে না। কিন্তু Wi-Fi কানেকশনের অ্যাকসেস হয়তো থাকে। যা দুর্গম বা প্রত্যন্ত জায়গায় সুবিধাজনক হয়ে যায়, বিশেষ করে পাহাড়ি এলাকা। আসলে সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যেতে পারে। কিন্তু সেলুলার সিগনাল দুর্বল থাকে কিংবা অনেক সময় সেলুলার সিগনাল পাওয়াও যায় না।