WhatsApp-এ ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন? দেখে নিন সহজ পদ্ধতি
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Tips: দেখে নেওয়া যাক এখন WhatsApp-এ অন্য ইউজার বা গ্রুপের সঙ্গে ভিডিও আর ভয়েস কল লিঙ্ক শেয়ার করতে গেলে কী করতে হয়।
গুগল মিট বা জুম-এ ঠিক যেমনটা হয়ে থাকে, শোনা যাচ্ছে যে এবার WhatsApp-ও সেই পথে হাঁটছে। ব্যাপারটা আর কিছুই নয়, ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে চলেছে মেটা মালিকানাধীন এই সংস্থা, থাকতে চলেছে ব্যাকগ্রাউন্ড বদলানোর সুযোগও, যাতে ইউজারের প্রাইভেসি বিঘ্নিত না হয়, বজায় থাকে পুরোদস্তুর। এর সঙ্গেই গুগল মিট বা জুম-এর মতো আরেকটা ফিচার নিয়েও WhatsApp কাজ করছে বলে শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী দিনে ইউজাররা একেবারে চটজলদি ভিডিও বা ভয়েস কলের লিঙ্ক শেয়ার করতে পারবেন অন্য ইউজার বা গ্রুপের সঙ্গে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







