এবার টাকা লেনদেন করতে পারবেন WhatsApp Pay'র মাধ্যমে! জেনে নিন কীভাবে ব্যবহার করবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন WhatsApp Pay-এর খুঁটিনাটি
advertisement
২০১৮ সালে হোয়াটসঅ্যাপ পেমেন্টের বিটা ভার্সান লঞ্চ হয়েছিল। ২০১৯ সালের শেষে এই ফিচারটি ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু আইনি জটিলতার কারণে তা পিছিয়ে যেতে থাকে। অবশেষে সরকারের থেকে আনুষ্ঠানিক ভাবে এই পেমেন্ট সিস্টেমটি চালু করার ছাড়পত্র পেল কোম্পানি। এবার এবার ভারতের ইউজাররাও ব্যবহার করতে পারবেন পেমেন্ট অ্যাপ WhatsApp Pay।
advertisement
National Payments Corporation of India (NPCI)-এর থেকে ছাড়পত্র পেলেও ধাপে ধাপে হোয়াটসঅ্যাপকে নিজেদের পেমেন্ট অ্যাপকে দেশের মানুষের কাছে নিয়ে যেতে বলেছে সরকার। এনপিসিআই অনুযায়ী, প্রাথমিক ভাবে দুই কোটি মানুষ হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে পারবেন। যেখানে দেশে প্রায় ৪০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারক আছেন। উল্লেখযোগ্য, বর্তমানে ভারতের বাজার ধরে রেখেছে পেটিএম, গুগল পে আর ফোন পে-এর মতো বড় সংস্থারা।
advertisement
বেস কিছু সময় ধরে হোয়াটসঅ্যাপ তাঁদের পেমেন্ট সার্ভিস ভারতে শুরু করার চেষ্টা করছিল, কারণ তাঁরা ভারতের ডিজিটাল পেমেন্ট মার্কেটে আসতে চাইছিল। গত বছর জুলাই মাসে গ্লোবল হেড Will Cathcart কিছু সিনিয়ার অধিকারীদের সঙ্গে ভারতে আসেন। তাঁরা আরবিআই, এনসিপিআই এবং ইলেকট্রনিক আর আইটি মন্ত্রকের অধিকারী আর রবিসঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। Cathcart মিডিয়াকে জানিয়েছিল যে সংস্থা এই বছর পেমেন্টের সার্ভিসটি চালু করতে চায়।
advertisement
WhatsApp Pay কী? দুই বছর ধরে ভারতে বিটা মোডে WhatsApp Pay-এর টেস্টিং চলছিল। পেমেন্ট পদ্ধতিতে কিছু সমস্যার কারণে ভারতে হোয়াটসঅ্যাপ পে আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। তবে এবার শিগগিরই ভারতে হোয়াটসঅ্যাপ চালু হবে। এই পরিষেবাটি ইউপিআই ভিত্তিক। এই পরিষেবাটি চালু হলে, আপনি যে কোনও জায়গা থেকে যে কোনও সময় যে কাউকে টাকা পাঠাতে সক্ষম হবেন।
advertisement
প্রথমবার ব্যবহারকারীরা এমন সুবিধাগুলি পাবেন- WhatsApp Pay সার্ভিস এর মাধ্যমে আপনি যে কোনও কোথাও, যে কাউরু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এটি ইউপিআই এর উপর কাজ করবে। ইউপিআই এর মাধ্যমে শুধু পেমেন্ট নয়, আপনি আরও অনেক কাজ করতে পারবেন। এই মুহূর্তে আপনি BHIM, Phone Pay, Google Pay, Mobikwik, Paytm মতো অ্যাপেও আপনি ইউপিআই ব্যবহার করে থাকেন।
advertisement
UPI-এর মাধ্যমে আপনি বিল পেমেন্ট করতে পারেন। এছাড়াও আপনি কাউকে অনলাইন পেমেন্টও করতে পারবেন। সেই সঙ্গে সোজা অ্যাকাউন্ট ট্রান্সফার আর রিচার্জও করা সম্ভব। এনপিসিআই এর ওয়েবসাইট দেওয়া তথ্য অনুযায়ী, আপনি রোজ ১ লক্ষ টাকার ট্রানজেকশন করতে পারবেন। যদিও অনেক ব্যাঙ্কে নিজেদের নিজেদের আলাদা টাকার ট্রানজেকশন লিমিট সেট করে রেখেছে। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কের সঙ্গে কথা বলতে হবে।
advertisement