WhatsApp-এ আসতে চলেছে বড় বদল ! দেখে নিন কী কী

Last Updated:
WhatsApp: সাইডবারে থাকবে চ্যাট, স্ট্যাটাস, কমিউনিটি ইত্যাদি আইকন।
1/8
ওয়েব ইন্টারফেসে সাইডবার নিয়ে আসছে WhatsApp। স্ক্রিনের একেবারে বাম দিকে থাকবে। লম্বা সরু ফিতের মতো দেখতে। সাইডবারে থাকবে চ্যাট, স্ট্যাটাস, কমিউনিটি ইত্যাদি আইকন। এই সমস্ত ট্যাব সাইডবারে এলে ইউজাররা সহজে ব্যবহার করতে পারবেন।
ওয়েব ইন্টারফেসে সাইডবার নিয়ে আসছে WhatsApp। স্ক্রিনের একেবারে বাম দিকে থাকবে। লম্বা সরু ফিতের মতো দেখতে। সাইডবারে থাকবে চ্যাট, স্ট্যাটাস, কমিউনিটি ইত্যাদি আইকন। এই সমস্ত ট্যাব সাইডবারে এলে ইউজাররা সহজে ব্যবহার করতে পারবেন।
advertisement
2/8
বর্তমানে এই নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। বিটা টেস্টিংয়ের জন্য যাঁরা সাইন আপ করেছেন, তাঁরা ব্যবহার করছেন। পাশাপাশি WhatsApp ওয়েবের নতুন ইউজার ইন্টারফেসে এবার ডার্ক মোড-ও আসতে চলেছে।
বর্তমানে এই নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। বিটা টেস্টিংয়ের জন্য যাঁরা সাইন আপ করেছেন, তাঁরা ব্যবহার করছেন। পাশাপাশি WhatsApp ওয়েবের নতুন ইউজার ইন্টারফেসে এবার ডার্ক মোড-ও আসতে চলেছে।
advertisement
3/8
WABetaInfo-র প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন ইউজার ইন্টারফেসের ডিজাইন হতে চলেছে আরও স্বচ্ছ এবং ঝকঝকে। WhatsApp ওয়েবের বিভিন্ন ফিচার আরও সহজে ব্যবহার করতে পারবেন ইউজাররা।
WABetaInfo-র প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন ইউজার ইন্টারফেসের ডিজাইন হতে চলেছে আরও স্বচ্ছ এবং ঝকঝকে। WhatsApp ওয়েবের বিভিন্ন ফিচার আরও সহজে ব্যবহার করতে পারবেন ইউজাররা।
advertisement
4/8
এই মুহুর্তে আপডেট হওয়া WhatsApp ওয়েবের ইউজার ইন্টারফেস নির্বাচিত ইউজাররাই দেখতে পাচ্ছেন। তবে আগামী সপ্তাহে সবার জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ইউজার ইন্টারফেস বিজনেস ইউজারদের জন্যও অপ্টিমাইজ করা হয়েছে। WhatsApp-এই ব্যবসা চালাতে সম্প্রচার এবং কেনাকাটার অপশনও থাকবে।
এই মুহুর্তে আপডেট হওয়া WhatsApp ওয়েবের ইউজার ইন্টারফেস নির্বাচিত ইউজাররাই দেখতে পাচ্ছেন। তবে আগামী সপ্তাহে সবার জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ইউজার ইন্টারফেস বিজনেস ইউজারদের জন্যও অপ্টিমাইজ করা হয়েছে। WhatsApp-এই ব্যবসা চালাতে সম্প্রচার এবং কেনাকাটার অপশনও থাকবে।
advertisement
5/8
নতুন WhatsApp ওয়েব ইউজার ইন্টারফেসে প্রোফাইল ছবি এবং সেটিংস থাকছে নিচের বাম দিকে। আগামী দিনে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ইন্টারফেসে আরও কিছু পরিবর্তন করতে পারে WhatsApp। এই সময়ই WhatsApp ওয়েব প্ল্যাটফর্মে ইউজারদের আরও বেশি সুযোগ-সুবিধা দিতে সাইডবার নিয়ে আসতে পারে জুকারবার্গের কোম্পানি।
নতুন WhatsApp ওয়েব ইউজার ইন্টারফেসে প্রোফাইল ছবি এবং সেটিংস থাকছে নিচের বাম দিকে। আগামী দিনে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ইন্টারফেসে আরও কিছু পরিবর্তন করতে পারে WhatsApp। এই সময়ই WhatsApp ওয়েব প্ল্যাটফর্মে ইউজারদের আরও বেশি সুযোগ-সুবিধা দিতে সাইডবার নিয়ে আসতে পারে জুকারবার্গের কোম্পানি।
advertisement
6/8
উইন্ডোজ এবং ম্যাকওএস WhatsApp ক্লায়েন্টগুলিতেও একই ধরনের ইউজার ইন্টারফেস দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা যাচ্ছে, WhatsApp সমস্ত প্ল্যাটফর্মে একই রকমের ইন্টারফেস রাখতে চাইছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য একটি টুইকড ইউজার ইন্টারফেস নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানো হচ্ছে।
উইন্ডোজ এবং ম্যাকওএস WhatsApp ক্লায়েন্টগুলিতেও একই ধরনের ইউজার ইন্টারফেস দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা যাচ্ছে, WhatsApp সমস্ত প্ল্যাটফর্মে একই রকমের ইন্টারফেস রাখতে চাইছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য একটি টুইকড ইউজার ইন্টারফেস নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানো হচ্ছে।
advertisement
7/8
শুধু তাই নয়, কোম্পানি মেটা এআই-কে চ্যাটিং অ্যাপের সঙ্গে মিলিয়ে দিতে চাইছে, যা চ্যাটজিপিটি-র মতো কাজ করবে। এতে থাকবে এআই চ্যাটবট এবং ইমেজ জেনারেশনের মতো ফিচার।
শুধু তাই নয়, কোম্পানি মেটা এআই-কে চ্যাটিং অ্যাপের সঙ্গে মিলিয়ে দিতে চাইছে, যা চ্যাটজিপিটি-র মতো কাজ করবে। এতে থাকবে এআই চ্যাটবট এবং ইমেজ জেনারেশনের মতো ফিচার।
advertisement
8/8
WhatsApp ওয়েবে একটি নতুন নোট ফিচার নিয়েও কাজ চলছে। ইউজাররা এই ফিচারের সাহায্যে সহজেই পরিচিতর সঙ্গে নোট যোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড সংস্করণ 2.24.9.12 আপডেটে এই ফিচার দেখা গিয়েছে। WhatsApp বিশেষ করে বিজনেস পোর্টফোলিও ইউজারদের জন্য এই ফিচারটি পরীক্ষা করছে।
WhatsApp ওয়েবে একটি নতুন নোট ফিচার নিয়েও কাজ চলছে। ইউজাররা এই ফিচারের সাহায্যে সহজেই পরিচিতর সঙ্গে নোট যোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড সংস্করণ 2.24.9.12 আপডেটে এই ফিচার দেখা গিয়েছে। WhatsApp বিশেষ করে বিজনেস পোর্টফোলিও ইউজারদের জন্য এই ফিচারটি পরীক্ষা করছে।
advertisement
advertisement
advertisement