Vivo: এত কম দাম! নামমাত্র দামেই কিনে ফেলুন Vivo-র নতুন স্মার্টফোন

Last Updated:
Vivo Y16 4G স্মার্টফোনে ৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা এই মুহূর্তে ফোনটি মাত্র ১১,৯৯৯ টাকা প্রাথমিক মূল্যে ফোনটি কিনতে পারবেন।
1/6
Vivo-র নতুন স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে নামমাত্র দামে। ভারতে সম্প্রতি Vivo তার Y-সিরিজের একটি স্মার্টফোনের দাম একেবারেই কমিয়ে দিয়েছে। এটি Vivo-র Y সিরিজ স্মার্টফোনটি হল Vivo Y16। সংস্থাটি গত বছর সেপ্টেম্বরে ভারতে এই Y16 4G লঞ্চ করেছিল। এই ফোনে MediaTek Helio P35 প্রসেসর এবং HD+ ডিসপ্লের মতো নানান আকর্ষণীয় ফিচার রয়েছে। এবার এই ফোনটির বিস্তারিত ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Vivo-র নতুন স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে নামমাত্র দামে। ভারতে সম্প্রতি Vivo তার Y-সিরিজের একটি স্মার্টফোনের দাম একেবারেই কমিয়ে দিয়েছে। এটি Vivo-র Y সিরিজ স্মার্টফোনটি হল Vivo Y16। সংস্থাটি গত বছর সেপ্টেম্বরে ভারতে এই Y16 4G লঞ্চ করেছিল। এই ফোনে MediaTek Helio P35 প্রসেসর এবং HD+ ডিসপ্লের মতো নানান আকর্ষণীয় ফিচার রয়েছে। এবার এই ফোনটির বিস্তারিত ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
advertisement
2/6
Vivo Y16 4G ভারতে ১২,৪৯৯ টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। এখন প্রায় ৯ মাস পর সংস্থা এই ফোনের দাম ৫০০ টাকা কমিয়েছে। Vivo Y16 4G-এর নতুন দাম ১ জুন থেকে কার্যকর হয়েছে।
Vivo Y16 4G ভারতে ১২,৪৯৯ টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। এখন প্রায় ৯ মাস পর সংস্থা এই ফোনের দাম ৫০০ টাকা কমিয়েছে। Vivo Y16 4G-এর নতুন দাম ১ জুন থেকে কার্যকর হয়েছে।
advertisement
3/6
Vivo Y16 4G স্মার্টফোনে ৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা এই মুহূর্তে ফোনটি মাত্র ১১,৯৯৯ টাকা প্রাথমিক মূল্যে ফোনটি কিনতে পারবেন। এই দামে গ্রাহকরা 4GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সুবিধে পাবেন।
Vivo Y16 4G স্মার্টফোনে ৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা এই মুহূর্তে ফোনটি মাত্র ১১,৯৯৯ টাকা প্রাথমিক মূল্যে ফোনটি কিনতে পারবেন। এই দামে গ্রাহকরা 4GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সুবিধে পাবেন।
advertisement
4/6
এই ফোনটি সোনালি এবং কালো এই দু’টি রঙে পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকরা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই স্মার্টফোনটি ক্রয় করতে পারেন। বাজারে প্রায় একই মূল্যের অন্য স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে Moto G22, Realme C35 এবং Redmi 11 Prime এর মতো আরও নানান মডেল। ফলে এই কোম্পানিগুলির সঙ্গে Vivo বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।
এই ফোনটি সোনালি এবং কালো এই দু’টি রঙে পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকরা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই স্মার্টফোনটি ক্রয় করতে পারেন। বাজারে প্রায় একই মূল্যের অন্য স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে Moto G22, Realme C35 এবং Redmi 11 Prime এর মতো আরও নানান মডেল। ফলে এই কোম্পানিগুলির সঙ্গে Vivo বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।
advertisement
5/6
Vivo Y16 4G-র স্পেসিফিকেশন সম্পর্কে বলতে হলে এতে ৬০Hz রিফ্রেশ রেট এবং ১৬০০×৭২০ পিক্সেল রেজোলিউশন-সহ একটি ৬.৫১ ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনে 4GB পর্যন্ত RAM-সহ MediaTek Helio P35 প্রসেসরও দেওয়া রয়েছে।
Vivo Y16 4G-র স্পেসিফিকেশন সম্পর্কে বলতে হলে এতে ৬০Hz রিফ্রেশ রেট এবং ১৬০০×৭২০ পিক্সেল রেজোলিউশন-সহ একটি ৬.৫১ ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনে 4GB পর্যন্ত RAM-সহ MediaTek Helio P35 প্রসেসরও দেওয়া রয়েছে।
advertisement
6/6
ফোটোগ্রাফির জন্য এর পিছনে একটি ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল-এর দুটি ক্যামেরা এবং সামনে সেলফির জন্য একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাটারি পাওয়ার ৫০০০mAh পর্যন্ত পাওয়ার সাপ্লাইয়ে সক্ষম। এছাড়াও এতে ১০W ফাস্ট চার্জিংয়ের সুবিধে রয়েছে। এই ফোনটি Android 12 ভিত্তিক Funtouch OS 12 সিস্টেমে চলে।
ফোটোগ্রাফির জন্য এর পিছনে একটি ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল-এর দুটি ক্যামেরা এবং সামনে সেলফির জন্য একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাটারি পাওয়ার ৫০০০mAh পর্যন্ত পাওয়ার সাপ্লাইয়ে সক্ষম। এছাড়াও এতে ১০W ফাস্ট চার্জিংয়ের সুবিধে রয়েছে। এই ফোনটি Android 12 ভিত্তিক Funtouch OS 12 সিস্টেমে চলে।
advertisement
advertisement
advertisement