Vivo T4 Ultra: প্রথম সেলেই ৩,০০০ টাকা সস্তায় বিক্রি হচ্ছে ১০০x সুপার জুম-সহ Vivo T4 Ultra, কেনার সেরা সুযোগ! ছাড় কীভাবে পাবেন?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Vivo-র এই প্রিমিয়াম স্মার্টফোনটি বেশ কিছু চমকপ্রদ ফিচারের সঙ্গে এসেছে, যার মধ্যে অন্যতম হল শক্তিশালী ১২ জিবি RAM। এছাড়াও এতে রয়েছে অবিশ্বাস্য ১০০x সুপার জুম ফিচার
Vivo সম্প্রতি ভারতে তাদের নতুন T4 Ultra 5G স্মার্টফোন লঞ্চ করেছে। লঞ্চের এক সপ্তাহের মধ্যেই আজ, ১৮ জুন থেকে এই স্মার্টফোন বাজারে বিক্রির জন্য উপলব্ধ। Vivo-র এই প্রিমিয়াম স্মার্টফোনটি বেশ কিছু চমকপ্রদ ফিচারের সঙ্গে এসেছে, যার মধ্যে অন্যতম হল শক্তিশালী ১২ জিবি RAM। এছাড়াও এতে রয়েছে অবিশ্বাস্য ১০০x সুপার জুম ফিচার, যা এই ফোনটিকে তার ক্লাসে আলাদা করে তোলে। এই ফোনটি ১৮ জুন দুপুর ১২টা থেকে Flipkart, কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং নির্দিষ্ট রিটেল আউটলেটগুলিতে কেনা যাবে। লঞ্চ উপলক্ষে থাকছে একাধিক ব্যাঙ্ক অফারও।
advertisement
নিজেদের T-সিরিজ লাইন-আপ ক্রমাগত বাড়াচ্ছে Vivo। আর দেশে V সিরিজ মডেলের মধ্যে ব্যবধান মেটানোর লক্ষ্য নিয়েছে Ultra মডেল। এই ডিভাইসে থাকতে চলেছে MediaTek Dimensity চিপসেট। সেই সঙ্গে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের অধীনে Vivo এনেছে টেলিফটো লেন্স। T4 Ultra-য় রয়েছে ফাস্ট চার্জিং ব্যাটারি এবং তা চালিত হবে Android 15-ভিত্তিক Funtouch OS আউট অফ দ্য বক্স দ্বারা।
advertisement
ভারতে Vivo T4 Ultra-র মূল্য: ভারতে Vivo T4 Ultra-র বেস 8GB + 256GB ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে ৩৭৯৯৯ টাকায়। এর পাশাপাশি 12GB +256GB এবং 12GB + 512GB মডেলের দাম যথাক্রমে ৩৯৯৯৯ টাকা এবং ৪১৯৯৯ টাকা। Vivo T4 Ultra পাওয়া যাবে দুটি রঙের বিকল্পে। এর পাশাপাশি মিলছে স্পেশ্যাল ব্যাঙ্ক অফার। এই ফোনটি দুটি নজরকাড়া রঙে পাওয়া যাচ্ছে: মিটিওর গ্রে এবং ফিনিক্স গোল্ড। আজ, ১৮ জুন প্রথম বিক্রিতে থাকছে ৩,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ব্যাঙ্ক ছাড়।
advertisement
Vivo T4 Ultra-র স্পেসিফিকেশন: T4 Ultra-য় রয়েছে ৬.৬৭ ইঞ্চি 1.5K কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে। যা ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট, ৫০০০ নিটস পিক ব্রাইটনেস এবং Schott স্ক্রিন প্রোটেকশন সাপোর্ট করবে। Funtouch OS 15 আউট অফ দ্য বক্স-সহ লঞ্চ করা হয়েছে এই ফোন। ৪ বছরের সিকিউরিটি আপডেটের পাশাপাশি 3 OS আপগ্রেড প্রদান করবে Vivo। Note Assist, Eraser, Call Translation-এর মতো আকর্ষণীয় এআই ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
advertisement
advertisement
ইমেজিং সেগমেন্টে সবথেকে বড় যে পরিবর্তনটা আসবে, সেখানে ফোনের পিছনে থাকা ট্রিপল ক্যামেরা সিস্টেমে এখন থাকবে 10x ম্যাক্রো মোড এবং OIS-সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। মেন ৫০ মেগাপিক্সেল সেন্সরে থাকবে OIS। সেই সঙ্গে মিলবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে থাকতে চলেছে একটি ৩২ মেগাপিক্সেল শ্যুটার।
advertisement
এই ফোনের অন্যান্য ফিচারগুলির মধ্যে অন্যতম হল - একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ড্যুয়াল স্টিরিও স্পিকার, জলের ছিটে প্রতিরোধ করার জন্য প্রাথমিক IP6 রেটিং এবং কানেক্টিভিটির জন্য Wi-Fi 6 ভার্সন। স্লিক ডিজাইন হলেও এই ফোনে থাকবে ৫৫০০mAh ব্যাটারি। যা ৯০ ওয়াট ফাস্ট ওয়্যায়ার্ড চার্জিং স্পিড আউট অফ দ্য বক্স সাপোর্ট করবে।