Smartphone Tips:সব স্মার্টফোনে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? খেয়ালই করেননি নির্ঘাত! বলতে পারবেন না ৯৯%
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Mobile Phone Small Hole on Top:আমরা সবাই সারাদিন মোবাইল ফোন ঘাঁটি, দিনের বেশিরভাগ অংশ কেটে যায় স্মার্টফোনের (Smartphone Tips) দিকে তাকিয়েই। কিন্তু কত জিনিস জানিই না! স্মার্টফোন তো ঘাঁটছেন, বলুন দেখি এই ছোট্ট ছিদ্রের কাজ কী?
advertisement
advertisement
advertisement
advertisement
সব স্মার্টফোনের পিছনের দিকে থাকে একটি ক্যামেরা সেট আপ আর সামনের দিকে থাকে ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের চারপাশে ফ্রেমের মধ্যে আরও অনেক কিছুই দেখা যায়। ফোনের নীচে থাকে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, কলিং মাইক্রোফোন। চার্জিং পোর্টে চার্জার কানেক্ট করলেই ফোন চার্জ করা সম্ভব হয়। এছাড়াও ফোনের স্পিকার গ্রিলের ভিতরে থেকে বেরিয়ে আসে আওয়াজ। কলিং মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস ও ভিডিয়ো কলের সময় আপনার কণ্ঠ ক্যাপচার হয়।
advertisement
এছাড়াও ফোনের চারপাশে থাকে ভলিউম বাটন, পাওয়ার বাটন, সিম ট্রে, হেডফোন জ্যাক। যে সব ফোনে স্টিরিয়ো স্পিকার সেট আপ ব্যবহার হয় সেই সব ফোনের উপরে আরও একটি স্পিকার গ্রিল দেখা যায়। কিন্তু এই সব কিছু ছাড়াও প্রায় সব ফোনের উপরে থাকে একটি ছোট্ট ছিদ্র। এই প্রতিবেদন যদি আপনি কোন স্মার্টফোন থেকে পড়েন তবে সেই ফোনের উপরেও এই ছোট্ট ছিদ্র থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব স্মার্টফোনের উপরে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? কারণ জানেন কি?
advertisement
advertisement
advertisement
advertisement