রয়্যাল এনফিল্ডের কোন বাইকের সব থেকে বেশি বিক্রি? এতদিনে জানা গেল নাম
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Royal Enfield- খবর অনুযায়ী, এখনও পর্যন্ত রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ কিনেছেন ৫ লাখেরও বেশি গ্রাহক। বাইকপ্রেমীদের মুখে চওড়া হাসি।
advertisement
advertisement
দাম: হান্টার ৩৫০-এর দাম শুরু হচ্ছে ১.৫০ লাখ টাকা (এক্স শোরুম) থেকে। রয়্যাল এনফিল্ডের অন্যান্য মডেলের তুলনায় বেশ কম। যাঁরা প্রথমবার রয়্যাল এনফিল্ড কিনতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এর ডিজাইন করা হয়েছে।
ডিজাইন: রেট্রো লুকই হান্টার ৩৫০-এর ইউএসপি। স্টাইলিশ ট্যাঙ্ক ডিজাইন, এলইডি লাইটস এবং কমপ্যাক্ট ফ্রেম, শহুরে বাজারের জন্য আদর্শ। আপাতত ডুয়াল টোন কালার অপশনে বাজারে পাওয়া যাচ্ছে।
ডিজাইন: রেট্রো লুকই হান্টার ৩৫০-এর ইউএসপি। স্টাইলিশ ট্যাঙ্ক ডিজাইন, এলইডি লাইটস এবং কমপ্যাক্ট ফ্রেম, শহুরে বাজারের জন্য আদর্শ। আপাতত ডুয়াল টোন কালার অপশনে বাজারে পাওয়া যাচ্ছে।
advertisement
পারফরম্যান্স: এতে রয়েছে 349cc-এর সিঙ্গেল-সিলিন্ডার, 4 স্ট্রোক, এয়ার-অয়েল কুল্ড J-Series ইঞ্জিন। যা 20.2 bhp শক্তি ও 27 Nm টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে দেওয়া হয়েছে 5 স্পিড গিয়ারবক্স। চালকরা পাচ্ছেন স্মুথ ও পাওয়ারফুল রাইডিং অভিজ্ঞতা। টপ স্পিড 114 কিমি প্রতি ঘণ্টা।
মাইলেজ: লিটার প্রতি ৩৫ থেকে ৪০ কিলোমিটার মাইলেজ দিচ্ছে হান্টার ৩৫০। রয়্যাল এনফিল্ডের অন্যান্য মডেলের সঙ্গে তুলনা করলে সামান্য বেশিই বলা যায়। শহুরে রাস্তা তো বটেই, হাইওয়ের জন্যও উপযুক্ত। ফুয়েল ট্যাংকের ধারণক্ষমতা 13 লিটার। বাইকপ্রেমীরা খুশি।
মাইলেজ: লিটার প্রতি ৩৫ থেকে ৪০ কিলোমিটার মাইলেজ দিচ্ছে হান্টার ৩৫০। রয়্যাল এনফিল্ডের অন্যান্য মডেলের সঙ্গে তুলনা করলে সামান্য বেশিই বলা যায়। শহুরে রাস্তা তো বটেই, হাইওয়ের জন্যও উপযুক্ত। ফুয়েল ট্যাংকের ধারণক্ষমতা 13 লিটার। বাইকপ্রেমীরা খুশি।
advertisement
ওজন: হান্টার ৩৫০-এর ওজন ১৮১ কেজি। অন্যান্য রয়্যাল এনফিল্ডের বাইকের তুলনায় কম। হালকা বললেও অত্যুক্তি হবে না। ভিড়ের মধ্যে সহজে সামলানো যায়। সিট পজিশন এবং রাইডিং পজিশনও আরামদায়ক। দীর্ঘপথের জন্যও উপযুক্ত।
ভেরিয়েন্ট ও দাম: এতে 17 ইঞ্চি স্পোক ও অ্যালয় হুইলস দেওয়া হয়েছে। আপাতত পাওয়া যাচ্ছে ৩টি ভেরিয়েন্টে। Retro Factory-এর দাম ১.৫০ লাখ (এক্স-শোরুম), Metro Dapper-এর দাম ১.৬৪ লাখ (এক্স-শোরুম) আর Metro Rebel-এর দাম পড়ছে ১.৬৯ লাখ (এক্স-শোরুম) টাকা।
ভেরিয়েন্ট ও দাম: এতে 17 ইঞ্চি স্পোক ও অ্যালয় হুইলস দেওয়া হয়েছে। আপাতত পাওয়া যাচ্ছে ৩টি ভেরিয়েন্টে। Retro Factory-এর দাম ১.৫০ লাখ (এক্স-শোরুম), Metro Dapper-এর দাম ১.৬৪ লাখ (এক্স-শোরুম) আর Metro Rebel-এর দাম পড়ছে ১.৬৯ লাখ (এক্স-শোরুম) টাকা।
advertisement