ভয়েস চ্যাট ২.O, রেকর্ড চ্যাট-সহ একাধিক নতুন ফিচার নিয়ে হাজির Telegram; জানুন বিশদে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
চালু হল ভয়েস চ্যাট ২.O। যাতে যে কেউ ভয়েস চ্যাটের সুবিধা পাবে। এক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা থাকবে না
Telegram: বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় Telegram। কিন্তু WhatsApp-এর প্রাইভেসি পলিসিতে পরিবর্তনের সিদ্ধান্তের পর এই অ্যাপে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। একাধিক মানুষ WhatsApp ছেড়ে এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তথ্য সুরক্ষার পাশাপাশি একাধিক নতুন ফিচার এনেছে সংস্থা। এবার সেই মুকুটেই জুড়ল আরেক পালক। চালু হল ভয়েস চ্যাট ২.O। যাতে যে কেউ ভয়েস চ্যাটের সুবিধা পাবে। এক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা থাকবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ওয়ার্ক ফ্রম হোম চালু হওয়ায় এই ভিডিও বা অডিও মিটিংয়ের প্রবণতা বেড়েছে এবং এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পরিস্থিতিতে মিটিং লিঙ্ক-সহ একাধিক জিনিসের সঙ্গে মানুষের নতুন করে পরিচয় হয়েছে। সেই সূত্র ধরেই Telegram-ও যিনি কথা বলছেন এবং যাদের উদ্দেশে বলছেন, তাদের জন্য আলাদা আলাদা লিঙ্ক তৈরি করার ব্যবস্থা করেছে। এই লিঙ্কগুলি অন্যান্য গ্রুপের সঙ্গেও শেয়ার করা যাবে।
advertisement