

Telecom Regulatory Autority of India (TRAI) সতর্কবার্তার পূর্বাভাস দিল৷ তারা জানিয়েছে অদূর ভবিষ্যতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে যে ভিডিও কলিং হচ্ছে তাতে আইএসডি চার্জ লাগতে পারে৷যদি আপনভিডিও কল করেন তাহলে অতি অবশ্যই সাবধান থাকুন৷ Photo- Representative


ট্রাই সতর্ক করে বলেছে গ্রাহকরা যাঁরা জুম, মাইক্রোসফট টিম্স.ব্লু জিন্স, জিও মিট থেকে অনলাইনে ভিডিও করল করেন বা মিটিং অ্যাপ হিসেবে ব্যবহার করেন তাহলে তাঁদের টোল ফ্রি নম্বরের সাহায্য নিতে হবে৷ নতুবা এই অ্যাপ ব্যবহারের জন্য আইএসডি -র হিসেবে বিল হবে৷Photo- Representative


টেলিকম কোম্পানিদের এর জন্য বেশি বিল আসছে৷ ট্রাইয়ের আদেশের পর গ্রাহকদের এই তথ্য নিয়ে সূচিত করে এসএমএস পাঠানো হয়েছে৷ টেলিকম কোম্পানিরা জানিয়েছে এতে ডায়াল ইন ফিচার ব্যবহার করলে ইন্টারন্যাশানল কলের সময় আইএসডি চার্জ লাগবে৷Photo- Representative


টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আর টেলিকম কোম্পানি গত কয়েকদিনে ভীষণ বেশি বিল আসার অভিযোগ করেছে৷ এরপরেই TRAI এসএমএসের মাধ্যমে সকলকে অ্যালার্ট করেছে৷ তারা জানিয়েছে আন্তর্জাতিক সাবস্ক্রাইবার ডায়ালিংয়ের ক্ষেত্রে আইএসডি শুল্ক দিতে হবে৷Photo- Representative


যদি কেউ নিজের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগইন করেন আর বিল্ট ইন অডিও ব্যবহার করেন তাহলে ঠিক আছে৷ কিন্তু যদি সেটাই মোবাইল ফোন থেকে হয় তাহলে শুল্ক লাগু হতে পারে৷ ভিডিও কলে আইএসডি চার্জ থেকে বাঁচতে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটর ব্যবহার করা জরুরি৷ তারই সঙ্গে বিল্ট ইন অডিও অপশনটিই বাছতে হবে৷Photo- Representative