Starlink Satellite Internet Service: খুব শীঘ্রই ভারতে চালু হবে ইলন মাস্কের Starlink! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেট, মাসে আনলিমিটেড ডেটা প্ল্যানে কত খরচ? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Starlink Satellite Internet Service: স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ভারতে টাওয়ার ছাড়াই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। স্টারলিঙ্ক পরিষেবা চালু হলে প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে।
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছে ইলন মাস্কের সংস্থা Starlink। এর ফলে দেশের দুর্গম অঞ্চল এবং প্রত্যন্ত গ্রামের কোণায় কোণায় পৌঁছে যাবে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যেই Starlink ভারত সরকার Global Mobile Personal Communication by Satellite (GMPCS) লাইসেন্স দিয়েছে। এই বিষয়ে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
advertisement
Starlink কী? Elon Musk-এর সংস্থা SpaceX-এর প্রকল্প হল Starlink। যা লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইটের মাধ্যমে হাই-স্পিড ইন্টারনেট প্রদান করে। পৃথিবীর থেকে ৫৪০-৫৭০ কিলোমিটার উপরের কক্ষপথে প্রদক্ষিণ করছে এই স্যাটেলাইটগুলি। এরপর সেগুলি সরাসরি গ্রাহকদের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেয়। যেখানে মোবাইল নেটওয়ার্ক অথবা ফাইবার ব্রডব্যান্ড ফেসিলিটি পৌঁছতে পারে না, সেখানকার জন্য বিশেষ ভাবে উপযোগী হতে চলেছে এটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement