Starlink: ২ মাসের মধ্যেই ভারতে চালু হবে ইলন মাস্কের Starlink! গ্রাহকেরা পেয়ে যাবেন এক মাসের ফ্রি ট্রায়াল; ২২৫ এমবিপিএস পর্যন্ত পেতে পারেন ইন্টারনেটের স্পিড; সম্ভাব্য খরচ কত ?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Starlink Satellite Internet Service: স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ভারতে টাওয়ার ছাড়াই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। স্টারলিঙ্ক পরিষেবা চালু হলে প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে।
গত সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা চালু করার লাইসেন্স পেয়ে গিয়েছিল ইলন মাস্কের Starlink। ফলে আগামী ২ মাসের মধ্যেই সারা ভারত জুড়ে অপারেশন চালু করতে চলেছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা Starlink। এমনটাই জানানো হয়েছে সংবাদ সংস্থা এএনআই। Department of Telecommunications (DoT) থেকে লাইসেন্স পাওয়া সংস্থাগুলির মধ্যে তৃতীয় সংস্থা হল এই Starlink। এর আগে আসলে দেশের মধ্যে পরিষেবা প্রদান করার জন্য Eutelsat-এর OneWeb এবং Reliance Jio-কে অনুমতি দিয়েছিল DoT।
advertisement
ইলন মাস্কের অ্যারোস্পেস সংস্থা SpaceX-এর উদ্যোগ এই Starlink। এটা প্রচলিত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী নয়। এটা ৫০০ থেকে ২০০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণকারী ছোট উপগ্রহের একটি সমষ্টি থেকে সরাসরি ইন্টারনেট বিম করে ফাইবার অপটিক্স এবং সেলুলার টাওয়ারের সীমারেখাকে অতিক্রম করতে পারবে। এই স্যাটেলাইটগুলি ব্যবহারকারীর বাড়িতে বা অফিসে স্থাপিত একটি কমপ্যাক্ট ডিশ অ্যান্টেনার সঙ্গে সংযুক্ত থাকে, যা পরে রাউটারের মাধ্যমে ইন্টারনেট রিলে করে।
advertisement
৬,০০০টিরও বেশি উপগ্রহ ইতিমধ্যেই কক্ষপথে রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে নেটওয়ার্ক ৪২,০০০-এ সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপও রয়েছে। Starlink-কে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ৫০ থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করা যায়, এমনকী সবচেয়ে প্রত্যন্ত ভূখণ্ডেও। এর জন্য পরিষ্কার আকাশ থাকা প্রয়োজনীয়।
advertisement
সাবস্ক্রিপশনের খরচ এবং ফ্রি ট্রায়াল: আমেরিকা এবং ইউরোপে এর মাসিক সাবস্ক্রিপশন প্রায় ৮-১০ হাজার টাকার কাছাকাছি। হার্ডওয়্যার কিট (ডিশ এবং রাউটার) বর্তমানে বিকোচ্ছে ৫০-৬০ হাজার টাকায়। তবে ঘনিষ্ঠ সূত্র দাবি করেছিল যে, ভারতে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে স্থাপনের জন্য এর মূল্য কম হবে। তবে এএনআই জানিয়েছে যে, ব্র্যান্ডের স্ট্র্যাটেজির অংশ হিসেবে প্রত্যেকটা ডিভাইস কেনার সঙ্গে সঙ্গে কম্প্লিমেন্টারি এক মাসের ফ্রি ট্রায়াল পিরিয়ড দেওয়ার পরিকল্পনা করেছে Starlink। এর ফলে নিয়মিত মাসিক পেমেন্ট শুরু করার আগে পরিষেবা পরীক্ষা করে নিতে পারবেন গ্রাহকরা।
advertisement
advertisement
advertisement
Starlink-এর লক্ষ্যটা ঠিক কী? রিপোর্টে দাবি যে, দেশের প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন এলাকাগুলিতে সংযোগ বাড়ানোর জন্য স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালু করার প্রস্তুতি নিয়েছে Starlink। আসলে ওই সমস্ত জায়গায় প্রচলিত ব্রডব্যান্ড পরিকাঠামো স্থাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। কিংবা ব্রডব্যান্ড পরিকাঠামো স্থাপন করা সম্ভব নয়।
advertisement
ভারতের কেন Starlink-এর প্রয়োজন রয়েছে? সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে জানানো হয়েছিল যে, টেলিকম বিভাগ (DoT) থেকে লাইসেন্স পাওয়া তৃতীয় সংস্থাটি হল Starlink। আধিকারিকরা নিশ্চিত করেছেন যে, Starlink প্রকৃতপক্ষে লাইসেন্স পেয়েছে। সেই সঙ্গে এ-ও জানিয়েছেন যে, আবেদন করার ১৫-২০ দিনের মধ্যে তাদের ট্রায়াল স্পেকট্রাম দেওয়া হবে।
advertisement
BharatNet-এর মতো সরকার-সমর্থিত ব্রডব্যান্ড সম্প্রসারণ প্রকল্পগুলি বছরের পর বছর ধরে চলা সত্ত্বেও দেশের সবথেকে প্রত্যন্ত অঞ্চলে এখনও ইন্টারনেট পরিষেবা পৌঁছতে পারেনি। লাদাখ, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের অংশবিশেষ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই শূন্যস্থান রয়েই গিয়েছে। কারণ এখানে ফাইবার বসানো কিংবা মোবাইল টাওয়ার স্থাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। সেখানে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে Starlink।
advertisement
গ্রামের জন্য ডিজিটাল লাইফলাইন হতে চলেছে: ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সাকার করার অঙ্গীকার করেছে Starlink। হিমালয় পার্বত্য অঞ্চলের শিশুদের পড়াশোনা থেকে শুরু করে জঙ্গলের অভ্যন্তরে টেলিমেডিসিন পৌঁছে দেওয়া- এসবই সম্ভব করতে চলেছে। কারণ আগে এগুলি প্রায় নাগালের বাইরেই ছিল। শুধু তা-ই নয়, বিচ্ছিন্ন এবং প্রত্যন্ত এলাকায় ই-ব্যাঙ্কিং, ডিজিটাল গভর্ন্যান্স এবং সরকারি স্কিমের বিষয়ে রিয়েল টাইম তথ্য প্রদান করা হবে।
advertisement
গতি, গোপনীয়তা এবং নিরাপত্তা: Starlink-এর স্পিড রেঞ্জ – ৫০ থেকে ২৫০ Mbps। মোবাইল ইন্টারনেটের মতো এটা অবশ্য টেলিকম সিগন্যাল বা ফাংশনের উপর স্বাধীন ভাবে নির্ভর করে না। Starlink যেহেতু মার্কিন-ভিত্তিক ফার্ম। তাই ডেটা প্রিভেসি সংক্রান্ত বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভারত তাদের ডেটা লোকালাইজেশন আইন মেনে চলা বাধ্যতামূলক করেছে, যার ফলে সমস্ত ব্যবহারকারীর ডেটা ভারতীয় সার্ভারে সংরক্ষণ করা বাধ্যতামূলক।
advertisement
advertisement
১০০টি দেশে মাস্কের ফার্মের উপস্থিতি: ফিনান্সিয়াল এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে, বর্তমানে বিশ্বের ১০০টি দেশে নিজেদের অপারেশন চালিয়ে যাচ্ছে Starlink। একই সঙ্গে রেসিডেন্সিয়াল এবং রোমিং প্ল্যান প্রদান করছে সংস্থা। বেশিরভাগ অঞ্চলে রেসিডেন্সিয়াল সার্ভিস দুটি ক্যাটাগরিতে বিভক্ত। যথা: Residential Lite, যা কম ব্যবহার এবং ছোট পরিবারের জন্য ডিজাইন করা হয়েছে এবং Residential, যা বড় জায়গায় হায়ার ডেটা প্রয়োজনীয়তা এবং ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।