Smishing Text Scams: সাবধান! এই মেসেজ এলে একদম খুলবেন না, ক্লিক করলেই সর্বনাশ! খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Scam Alert: ‘এমন মেসেজ দেখলে অবিলম্বে ডিলিট করে দিন’; iPhone এবং Android ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করল এফবিআই
advertisement
এসএমএস এবং ফিশিং-কে একযোগে স্মিশিং বলা হচ্ছে এখানে। যার অর্থ হল, টেক্সট মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর এবং অন্যান্য গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে যে, সাইবার অপরাধীরা দশ হাজারেরও বেশি ডোমেন রেজিস্টার করে এই স্ক্যাম করছে। যা চলতি বছরের জানুয়ারি থেকে চার গুণ বেড়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
১. ফিনান্সিয়াল থেফ্ট এবং ২. আইডেন্টিটি ফ্রড। এক এফটিসি অফিসার সতর্ক করে বলেন যে, একটি লিঙ্কে ক্লিক করা ক্ষতিকর নয় বলেই মনে হবে, কিন্তু এর জেরে ভয়ঙ্কর পরিণতি তৈরি হতে পারে। আর কিছু স্ক্যাম টেক্সটে আবার একই প্যাটার্ন ফলো করা হচ্ছে। যেমন - পরিশোধ করা হয়নি এমন বিলের পেমেন্ট করতে বলা অথবা কোনও পোর্টালের মাধ্যমে পেমেন্ট করতে বলা।
advertisement
advertisement
advertisement







