SIM Without Recharge: প্রতি মাসে গাদায় গাদায় গ্যাঁটের কড়ি খরচ করছেন, সিম অ্যাকটিভ রাখতে পকেট সাফ, প্রতি মাসের খরচে এবার লাগাম

Last Updated:
SIM Without Recharge: সিম রিচার্জ না করলেই নিষ্ক্রিয় হয়ে যায়, এবার এল ধাঁসু খবর, প্রতি মাসে রিচার্জের চাপ আর রইল না৷
1/8
: মোবাইল রিচার্জ করতেই হয়, দুটো সিম একসঙ্গে ব্যবহার না হলেও নম্বর অ্যাকটিভ রাখার জন্য গাদা গাদা পয়সা খরচ! এবার গ্রাহকদের একটু হলেও গ্যাঁটের কড়ি খরচ কমবে অনেকটাই৷ TRAI এই পদক্ষেপ যা লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তি আনবে৷ ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) নিষ্ক্রিয়তার জন্য প্রিপেইড সিম কার্ড নিষ্ক্রিয় করার বিষয়ে তার বিদ্যমান নির্দেশিকাগুলি স্পষ্ট করেছে৷ Photo- Representative
: মোবাইল রিচার্জ করতেই হয়, দুটো সিম একসঙ্গে ব্যবহার না হলেও নম্বর অ্যাকটিভ রাখার জন্য গাদা গাদা পয়সা খরচ! এবার গ্রাহকদের একটু হলেও গ্যাঁটের কড়ি খরচ কমবে অনেকটাই৷ TRAI এই পদক্ষেপ যা লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তি আনবে৷ ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) নিষ্ক্রিয়তার জন্য প্রিপেইড সিম কার্ড নিষ্ক্রিয় করার বিষয়ে তার বিদ্যমান নির্দেশিকাগুলি স্পষ্ট করেছে৷ Photo- Representative
advertisement
2/8
দশ বছরেরও বেশি সময় আগে চালু করা হয়েছে, এই নিয়মটি তৈরি করা হয়েছে যাতে কোনও সিম কার্ড নিষ্ক্রিয় না হয়, এমনকি যদি এটি খুব দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকে কিন্তু ন্যূনতম ব্যালেন্স থাকে। Photo- Representative
দশ বছরেরও বেশি সময় আগে চালু করা হয়েছে, এই নিয়মটি তৈরি করা হয়েছে যাতে কোনও সিম কার্ড নিষ্ক্রিয় না হয়, এমনকি যদি এটি খুব দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকে কিন্তু ন্যূনতম ব্যালেন্স থাকে। Photo- Representative
advertisement
3/8
TRAI-র রেগুলেশন অনুসারে মোবাইল সিম ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টে মাত্র ২০ টাকার ন্যূনতম ব্যালেন্স বজায় রেখে তাদের সিম কার্ড সক্রিয় রাখতে দেবে। Photo- Representative
TRAI-র রেগুলেশন অনুসারে মোবাইল সিম ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টে মাত্র ২০ টাকার ন্যূনতম ব্যালেন্স বজায় রেখে তাদের সিম কার্ড সক্রিয় রাখতে দেবে। Photo- Representative
advertisement
4/8
ব্যবহারকারীদের তাদের সিম কার্ড সক্রিয় রাখতে প্রতি মাসে ন্যূনতম প্রায় ১৯৯ টাকার  রিচার্জ করতে হত। কিন্তু এই নিয়ম এইভাবে ঘন ঘন রিচার্জের প্রয়োজনীয়তা দূর হয়ে যাবে৷ Photo- Representative
ব্যবহারকারীদের তাদের সিম কার্ড সক্রিয় রাখতে প্রতি মাসে ন্যূনতম প্রায় ১৯৯ টাকার  রিচার্জ করতে হত। কিন্তু এই নিয়ম এইভাবে ঘন ঘন রিচার্জের প্রয়োজনীয়তা দূর হয়ে যাবে৷ Photo- Representative
advertisement
5/8
এটি কিভাবে কাজ করে:মোবাইল যাঁর তিনি যদি ৯০ দিনের জন্য নিজের সিম কার্ড ব্যবহার না করেন অর্থাৎ কোনও কল, টেক্সট, ডেটা বা অন্যান্য কোনও পরিষেবা না ব্যবহার করেন, তাহলে সিমটি  নিষ্ক্রিয় হয়ে যাবে। Photo- Representative
এটি কিভাবে কাজ করে:
মোবাইল যাঁর তিনি যদি ৯০ দিনের জন্য নিজের সিম কার্ড ব্যবহার না করেন অর্থাৎ কোনও কল, টেক্সট, ডেটা বা অন্যান্য কোনও পরিষেবা না ব্যবহার করেন, তাহলে সিমটি  নিষ্ক্রিয় হয়ে যাবে। Photo- Representative
advertisement
6/8
৯০ দিনের নিষ্ক্রিয় থাকলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ২০ টাকার বেশি থাকলে, ২০  টাকা অটোমেটিকভাবে কেটে নেওয়া হবে এর ফলে আপনার সিম কার্ড আরও ৩০ দিন সক্রিয় থাকবে। Photo- Representative
৯০ দিনের নিষ্ক্রিয় থাকলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ২০ টাকার বেশি থাকলে, ২০  টাকা অটোমেটিকভাবে কেটে নেওয়া হবে এর ফলে আপনার সিম কার্ড আরও ৩০ দিন সক্রিয় থাকবে। Photo- Representative
advertisement
7/8
যতক্ষণ না আপনার ২০ টাকা বা তার বেশি ব্যালেন্স থাকবে ততক্ষণ এই প্রক্রিয়াটি চলতে থাকবে। আপনার ব্যালেন্স ২০ টাকার নিচে হলে, আপনার সিম কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনার নম্বর নিষ্ক্রিয় হওয়ার পরে  আপনি ২০ টাকা রিচার্জ করে  করার ১৫ দিনের মধ্যে পুনরায় সক্রিয় করতে পারেন। Photo- Representative
যতক্ষণ না আপনার ২০ টাকা বা তার বেশি ব্যালেন্স থাকবে ততক্ষণ এই প্রক্রিয়াটি চলতে থাকবে। আপনার ব্যালেন্স ২০ টাকার নিচে হলে, আপনার সিম কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনার নম্বর নিষ্ক্রিয় হওয়ার পরে  আপনি ২০ টাকা রিচার্জ করে  করার ১৫ দিনের মধ্যে পুনরায় সক্রিয় করতে পারেন। Photo- Representative
advertisement
8/8
গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই স্কিমটি শুধুমাত্র প্রিপেইড সংযোগের ক্ষেত্রে প্রযোজ্য।TRAI-র নিয়মটি বড় সংখ্যক ব্যবহারকারীকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে তাঁরা যাঁরা ফোন প্রায়ই বা প্রাথমিকভাবে মাঝে মাঝে কলের জন্য ব্যবহার করেন। Photo- Representative
গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই স্কিমটি শুধুমাত্র প্রিপেইড সংযোগের ক্ষেত্রে প্রযোজ্য।
TRAI-র নিয়মটি বড় সংখ্যক ব্যবহারকারীকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে তাঁরা যাঁরা ফোন প্রায়ই বা প্রাথমিকভাবে মাঝে মাঝে কলের জন্য ব্যবহার করেন। Photo- Representative
advertisement
advertisement
advertisement