Whats App Privacy: লাখ লাখ হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর সর্বনাশ! আপনার মেসেজ পড়ছে অন্য কেউ?

Last Updated:
Whats App Privacy: সেই কারণে ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন করার কথা বলেছেন প্রযুক্তবিদেরা৷
1/5
হঠাৎ করে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের বিপদের ইঙ্গিত৷ এই কয়েকটি ভুল করলে আপনার মেসেজ পড়তে পারে অন্য কেউ৷ মানে এক দম অপরিচিত কেউ৷ আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে এর ফলে৷
হঠাৎ করে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের বিপদের ইঙ্গিত৷ এই কয়েকটি ভুল করলে আপনার মেসেজ পড়তে পারে অন্য কেউ৷ মানে এক দম অপরিচিত কেউ৷ আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে এর ফলে৷
advertisement
2/5
প্রথমত নম্বর পরিবর্তন করার পর আগের অ্যাকাউন্টটি ডিলিট করতে ভুলবেন না৷ আপনাকে মাথায় রাখতে হবে, আগের নম্বরের হোয়াটস অ্যাপ ডিলিট করতে হবে৷ না হলে সেই নম্বরে পাঠানো সমস্ত মেসেজ নতুন ব্যবহারকারী পেতে থাকবেন৷
প্রথমত নম্বর পরিবর্তন করার পর আগের অ্যাকাউন্টটি ডিলিট করতে ভুলবেন না৷ আপনাকে মাথায় রাখতে হবে, আগের নম্বরের হোয়াটস অ্যাপ ডিলিট করতে হবে৷ না হলে সেই নম্বরে পাঠানো সমস্ত মেসেজ নতুন ব্যবহারকারী পেতে থাকবেন৷
advertisement
3/5
সেই কারণে ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন করার কথা বলেছেন প্রযুক্তবিদেরা৷ তাঁরা বলছেন, এই পদ্ধতি থাকলে অন্যের হাতে অ্যাকাউন্ট পড়া সম্ভব নয়৷
সেই কারণে ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন করার কথা বলেছেন প্রযুক্তবিদেরা৷ তাঁরা বলছেন, এই পদ্ধতি থাকলে অন্যের হাতে অ্যাকাউন্ট পড়া সম্ভব নয়৷
advertisement
4/5
 ফলে এক বার কোনও ব্যবহারকারী যদি ফোন পরিবর্তন করেন দ্রুত, তা হলে তাঁকে প্রথমেই যেটি করতে হবে, সেটি হল আগের হোয়্যাটস অ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করা৷ ডিলিট করে দেওয়া থাকলে আর কোনও অসুবিধা হবে না৷
ফলে এক বার কোনও ব্যবহারকারী যদি ফোন পরিবর্তন করেন দ্রুত, তা হলে তাঁকে প্রথমেই যেটি করতে হবে, সেটি হল আগের হোয়্যাটস অ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করা৷ ডিলিট করে দেওয়া থাকলে আর কোনও অসুবিধা হবে না৷
advertisement
5/5
 তার আগে ডেটা ট্রানসফার করে নিতে হবে, তাতে অনেকটা ঝামেলা কমবে৷ আর টু-স্টেপ ভেরিফিকেশন থাকলে দীর্ঘদিন একটি অ্যাকাউন্ট অব্যবহৃত থাকলে একটি কোড চায় সংস্থা, তাতেও আপনার মেসেজ অনেকটা সুরক্ষিত থাকে৷
তার আগে ডেটা ট্রানসফার করে নিতে হবে, তাতে অনেকটা ঝামেলা কমবে৷ আর টু-স্টেপ ভেরিফিকেশন থাকলে দীর্ঘদিন একটি অ্যাকাউন্ট অব্যবহৃত থাকলে একটি কোড চায় সংস্থা, তাতেও আপনার মেসেজ অনেকটা সুরক্ষিত থাকে৷
advertisement
advertisement
advertisement