Samsung Galaxy A54 5G|| Oneplus Nord Ce Lite: দুই ফোনেই ৮ জিবি RAM! Samsung Galaxy A54 5G ফোন ও Oneplus Nord Ce Lite-এর মধ্যে সেরা কোনটা?
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
উভয় ফোনেই ৮ জিবি RAM দেওয়া হয়েছে। কিন্তু, Samsung ফোনের দাম অনেকটাই বেশি OnePlus Nord CE 3 Lite 5G ফোনের তুলনায়।
advertisement
একটি নতুন ফোন কেনার জন্য, সকলেই বাজেটের পাশাপাশি ফিচারও দেখে থাকেন। সকলের কাছেই কম দামে যত ভাল ফিচার ফোনে পাওয়া যায়, ততই পছন্দ হয়। একটি নতুন স্মার্টফোন কেনার আগে, সকলেই সেই ফোন অন্য ফোনের সঙ্গে তুলনা করে নেন, যাতে বোঝা যায় কোন ফোনটি কেনা ভাল হবে। বাজারে বিভিন্ন দামের ফোন রয়েছে। এর মধ্যে নিজেদের বাজেটের সেরা ফোন খুঁজে নিতে হয়।
advertisement
কিন্তু, বাজেট ফোনের কথা বললে বলতে হয়, OnePlus Nord CE 3 Lite 5G ফোনের দাম মাত্র ১৯,৯৯৯ টাকা। বিশেষ বিষয় হল এই ফোনটি ৮ জিবি র্যামের সঙ্গে বাজারে এসেছে এবং এতে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে। অন্য দিকে, আমরা যদি ৮ জিবি র্যামের সঙ্গে Samsung Galaxy A54 5G ফোনের দামের তুলনা করি তাহলে এর দাম OnePlus Nord CE 3 Lite 5G ফোনের থেকে অনেক বেশি। এর দাম হল ৩৬,০০০ টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
