JioPhone 2 -এর দাম ২,৯৯৯ টাকা, কিন্তু আপনি কিনতে পারবেন মাত্র ১৪১ টাকার EMI-তে। ২০১৭ সালে জিও এই ফোনটি লঞ্চ করেছিল। জিও ফোনের সাফল্যের পর বাজারে এসে ছিল এই JioPhone 2।
3/ 5
JioPhone 2-তে রয়েছে ২.৪ ইঞ্চি হরিজেন্টাল স্ক্রিন ডিসপ্লে-সহ ফুল কিবোর্ড। ফোনে রয়েছে qwerty কিপ্যাড কিবোর্ড, যার ফলে টাইপ করতে খুব সুবিধা হয়। ফোনে রয়েছে 512MB-র RAM, সঙ্গে রয়েছে 4GB-র ইন্টারনাল স্টোরেজ। এই স্টোরেজ আপনি বাড়িয়ে 128GB করে নিতে পাড়বেন মাইক্রো SD কার্ড দিয়ে।
4/ 5
এতে রয়েছে ২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে VGA ক্যামেরা। ফোনে রয়েছে Wi-Fi, GPS, ব্লুটুথ আর FM। ফোনের ভিতরে রয়েছে 2,000mAh ব্যাটারি। ফোনটি চলবে KAI অপারেটিং সিস্টেমে।
5/ 5
এই ফোনটি ২৪টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। সঙ্গে রয়েছে ভয়েস কম্যান্ডও । আর এই ফোনের বিশেষ ফিচার - এতে চলবে WhatsApp আর Youtube।
JioPhone 2 -এর দাম ২,৯৯৯ টাকা, কিন্তু আপনি কিনতে পারবেন মাত্র ১৪১ টাকার EMI-তে। ২০১৭ সালে জিও এই ফোনটি লঞ্চ করেছিল। জিও ফোনের সাফল্যের পর বাজারে এসে ছিল এই JioPhone 2।
এতে রয়েছে ২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে VGA ক্যামেরা। ফোনে রয়েছে Wi-Fi, GPS, ব্লুটুথ আর FM। ফোনের ভিতরে রয়েছে 2,000mAh ব্যাটারি। ফোনটি চলবে KAI অপারেটিং সিস্টেমে।