Jio-র বড় ঘোষণা, এই সব গ্রাহকদের দিতে হবে কোনও কলিং চার্জ

Last Updated:
যে গ্রাহকরা ৯ অক্টোবরের আগে নিজের নুম্বর রিচার্জ করেছেন, তাঁদের প্ল্যান শেষ হওয়া অবধি মস্ত আউটগোয়িং কল থাকবে ফ্রি।
1/4
 ফের একবার  নিজের গ্রাহকদের জন্য একটি বড় ঘোষণা করল  Reliance Jio.
ফের একবার নিজের গ্রাহকদের জন্য একটি বড় ঘোষণা করল Reliance Jio.
advertisement
2/4
রিলায়েন্স জিও থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের দিন শেষ ৷ IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসাচ্ছে জিও ৷ এবার থেকে জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ করবে সংস্থা ৷ ৯ অক্টোবর অর্থাৎ আজ থেকেই চালু হতে চলেছে এই নয়া নিয়ম ৷
রিলায়েন্স জিও থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের দিন শেষ ৷ IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসাচ্ছে জিও ৷ এবার থেকে জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ করবে সংস্থা ৷ ৯ অক্টোবর অর্থাৎ আজ থেকেই চালু হতে চলেছে এই নয়া নিয়ম ৷
advertisement
3/4
রিলায়েন্স জিও জানিয়েছে যে গ্রাহকরা ৯ অক্টোবরের আগে নিজের নুম্বর রিচার্জ করেছেন, তাঁদের প্ল্যান শেষ হওয়া অবধি মস্ত আউটগোয়িং কল থাকবে ফ্রি। নন জিও গ্রাহকদের কল করতে পারবেন বিনামুল্যে। কিন্তু প্ল্যান শেষ হওয়ার পর প্রতি মিনিটে ৬ পয়সা দিতে হবে।
রিলায়েন্স জিও জানিয়েছে যে গ্রাহকরা ৯ অক্টোবরের আগে নিজের নুম্বর রিচার্জ করেছেন, তাঁদের প্ল্যান শেষ হওয়া অবধি মস্ত আউটগোয়িং কল থাকবে ফ্রি। নন জিও গ্রাহকদের কল করতে পারবেন বিনামুল্যে। কিন্তু প্ল্যান শেষ হওয়ার পর প্রতি মিনিটে ৬ পয়সা দিতে হবে।
advertisement
4/4
জিও এটাও জানিয়েছে যে এই শুল্ক ততদিন থাকবে যতদিন IUC চার্জ শূন্য না হয়ে যায়। যাতে গ্রাহকদের উপরে কোনও রকম প্রভাব না পড়ে সেই জন্য Reliance TopUp চালু করেছে। এর জন্য 10, 20, 50 এবং 100 টাকার টপআপ চালু করেছে।
জিও এটাও জানিয়েছে যে এই শুল্ক ততদিন থাকবে যতদিন IUC চার্জ শূন্য না হয়ে যায়। যাতে গ্রাহকদের উপরে কোনও রকম প্রভাব না পড়ে সেই জন্য Reliance TopUp চালু করেছে। এর জন্য 10, 20, 50 এবং 100 টাকার টপআপ চালু করেছে।
advertisement
advertisement
advertisement