advertisement
কিন্তু কোনওরকমে গাড়ি কিনলেই তো হবে না ৷ ইনস্যুরেয়ন্সেরও একটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ ৷ কেউ গাড়ি কিনে নিলেও পরে গাড়ির ইনস্যুরেন্সের সময় দ্বিধায় পড়ে যান ৷ কোনটা ভাল কিংবা প্রয়োজনীয় ৷ সেই নিয়ে কুলকিনারা পান না ৷ তাই টাকা বেশি দিয়ে একটি অপ্রয়োজনীয় ইনস্যুরেন্স করে ফেলেন তারা ৷ যার জেরে এতে টাকাও যায় ৷ এদিকে লাভও কিছু হয়না ৷
advertisement
advertisement
advertisement
১.৬ লিটার মাইলেজের ৩৫ হাজার টাকার বিমা করানোর পরামর্শ দেন বিমা মালিকেরা ৷ কিন্তু আপনি যদি অনলাইনে সেই গাড়ির ইনস্যুরেন্স করান ৷ তাহলে ২৬ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে আপনার ইনস্যুরেন্স ৷ যদি ২.২ লিটার মাইলেজের কোনও গাড়ি কেনেন ৷ সেক্ষেত্রে ইনস্যুরেন্স কোম্পানি আপনাকে ৭০ হাজার টাকার ইনস্যুরেন্স ধরায় ৷ কিন্তু অনলাইনে আপনি মাত্র ৪৫ হাজার টাকার মধ্যেই সেই ইনস্যুরেন্স পেয়ে যেতে পারেন ৷
advertisement