গাড়ি কিনছেন ? এই উপায়ে ₹১৫,০০০ ছাড় পেলে মন্দ কী !

Last Updated:
1/6
চারচাকা কিনতে গেলে চিন্তায় পড়ে যান সকলেই ৷ কয়েক লক্ষ টাকার ধাক্কা ৷ শুধু তাই-ই নয় ৷ কীভাবে কোথা থেকে কিনবেন ৷ সেই গাড়ি আদৌ ভাল হবে কিনা ৷ তারপরে ইএমআই শোধ দেওয়ারও একটি বিষয় থাকে ৷ কিন্তু এই একটি উপায়ে আপনি গাড়ি কেনার সময় ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারেন ৷
চারচাকা কিনতে গেলে চিন্তায় পড়ে যান সকলেই ৷ কয়েক লক্ষ টাকার ধাক্কা ৷ শুধু তাই-ই নয় ৷ কীভাবে কোথা থেকে কিনবেন ৷ সেই গাড়ি আদৌ ভাল হবে কিনা ৷ তারপরে ইএমআই শোধ দেওয়ারও একটি বিষয় থাকে ৷ কিন্তু এই একটি উপায়ে আপনি গাড়ি কেনার সময় ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারেন ৷
advertisement
2/6
কিন্তু কোনওরকমে গাড়ি কিনলেই তো হবে না ৷ ইনস্যুরেয়ন্সেরও একটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ ৷ কেউ গাড়ি কিনে নিলেও পরে গাড়ির ইনস্যুরেন্সের সময় দ্বিধায় পড়ে যান ৷ কোনটা ভাল কিংবা প্রয়োজনীয় ৷ সেই নিয়ে কুলকিনারা পান না ৷ তাই টাকা বেশি দিয়ে একটি অপ্রয়োজনীয় ইনস্যুরেন্স করে ফেলেন তারা ৷ যার জেরে এতে টাকাও যায় ৷ এদিকে লাভও কিছু হয়না ৷
কিন্তু কোনওরকমে গাড়ি কিনলেই তো হবে না ৷ ইনস্যুরেয়ন্সেরও একটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ ৷ কেউ গাড়ি কিনে নিলেও পরে গাড়ির ইনস্যুরেন্সের সময় দ্বিধায় পড়ে যান ৷ কোনটা ভাল কিংবা প্রয়োজনীয় ৷ সেই নিয়ে কুলকিনারা পান না ৷ তাই টাকা বেশি দিয়ে একটি অপ্রয়োজনীয় ইনস্যুরেন্স করে ফেলেন তারা ৷ যার জেরে এতে টাকাও যায় ৷ এদিকে লাভও কিছু হয়না ৷
advertisement
3/6
যদিও গাড়ির বিমা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ৷ যেকোনও উপায়ে গাড়ি কিনলেও বিমাটা করা কিন্তু মাস্ট ৷ তাই কি গাড়ি কিনবেন ৷ তার পাশাপাশি কি বিমা আপনি করাবেন ৷ সেটিও অবশ্যই প্ল্যান করে রাখুন ৷ তাহলেই ১০ থেকে ১৫হাজার টাকা অবধি আপনার খরচ কম হতে পারে ৷
যদিও গাড়ির বিমা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ৷ যেকোনও উপায়ে গাড়ি কিনলেও বিমাটা করা কিন্তু মাস্ট ৷ তাই কি গাড়ি কিনবেন ৷ তার পাশাপাশি কি বিমা আপনি করাবেন ৷ সেটিও অবশ্যই প্ল্যান করে রাখুন ৷ তাহলেই ১০ থেকে ১৫হাজার টাকা অবধি আপনার খরচ কম হতে পারে ৷
advertisement
4/6
এই প্রসঙ্গে পলিসি বাজার ডট কমের মুখ্য ব্যাবসা আধিকারিক তরুণ মাথুর বলেন, যদি আপনি নতুন গাড়ি কেনেন ৷ তাহলে সেই গাড়ির ইনস্যুরেন্স অনলাইনে করুন ৷ তাহলে অনেক টাকা পর্যন্ত আপনি বাঁচাতে পারবেন ৷
এই প্রসঙ্গে পলিসি বাজার ডট কমের মুখ্য ব্যাবসা আধিকারিক তরুণ মাথুর বলেন, যদি আপনি নতুন গাড়ি কেনেন ৷ তাহলে সেই গাড়ির ইনস্যুরেন্স অনলাইনে করুন ৷ তাহলে অনেক টাকা পর্যন্ত আপনি বাঁচাতে পারবেন ৷
advertisement
5/6
১.৬ লিটার মাইলেজের ৩৫ হাজার টাকার বিমা করানোর পরামর্শ দেন বিমা মালিকেরা  ৷ কিন্তু আপনি যদি অনলাইনে সেই গাড়ির ইনস্যুরেন্স করান ৷ তাহলে ২৬ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে আপনার ইনস্যুরেন্স ৷ যদি ২.২ লিটার মাইলেজের কোনও গাড়ি কেনেন ৷ সেক্ষেত্রে ইনস্যুরেন্স কোম্পানি আপনাকে ৭০ হাজার টাকার ইনস্যুরেন্স ধরায় ৷ কিন্তু অনলাইনে আপনি মাত্র ৪৫ হাজার টাকার মধ্যেই সেই ইনস্যুরেন্স পেয়ে যেতে পারেন ৷
১.৬ লিটার মাইলেজের ৩৫ হাজার টাকার বিমা করানোর পরামর্শ দেন বিমা মালিকেরা ৷ কিন্তু আপনি যদি অনলাইনে সেই গাড়ির ইনস্যুরেন্স করান ৷ তাহলে ২৬ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে আপনার ইনস্যুরেন্স ৷ যদি ২.২ লিটার মাইলেজের কোনও গাড়ি কেনেন ৷ সেক্ষেত্রে ইনস্যুরেন্স কোম্পানি আপনাকে ৭০ হাজার টাকার ইনস্যুরেন্স ধরায় ৷ কিন্তু অনলাইনে আপনি মাত্র ৪৫ হাজার টাকার মধ্যেই সেই ইনস্যুরেন্স পেয়ে যেতে পারেন ৷
advertisement
6/6
এছাড়াও গাড়ি কেনার জন্যও আদর্শ সময় এটি ৷ Renault কিংবা  Maruti গাড়ির ক্ষেত্রে আপনি একেবারেই কম ডাউনপেমেন্টে কিনে ফিলতে পারেন ৷
এছাড়াও গাড়ি কেনার জন্যও আদর্শ সময় এটি ৷ Renault কিংবা Maruti গাড়ির ক্ষেত্রে আপনি একেবারেই কম ডাউনপেমেন্টে কিনে ফিলতে পারেন ৷
advertisement
advertisement
advertisement