কমিউনিকেশনের ব্যাপক বিস্তারের দুনিয়ায় নিরাপদ নন কেউই। মেসেজ থেকে ব্যক্তিগত তথ্য যে কোনও মুহূর্তে চুরি হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা যদি নিজেদের অ্যাকাউন্টের অতিরিক্ত গোপনীয়তা চান তাহলে তাঁরা এক দারুণ ফিচারটি অ্যাকটিভ করতে পারেন। এতে তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাট আরও সুরক্ষিত হয়ে উঠবে।
আমরা অনেকেই হয় তো জানি না আমাদের জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটিতে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ (Disappearing Messages) বলে একটি ফিচার রয়েছে। এই ফিচারটি সক্রিয় থাকলে আমাদের পাঠানো সমস্ত মেসেজ কিছু নির্দিষ্ট দিন অন্তর অন্তর অদৃশ্য হয়ে যাবে। এটাকে মেসেজিংয়ের ভাষায় ‘মেসেজ টাইমার’ (Message Timer) বলে। এর সাহায্যে হোয়াটসঅ্যাপ চ্যাটের মেসেজ নিজেই অদৃশ্য হয়ে যাবে।
কীভাবে অন করতে হবে এই ফিচার? খুব সহজ। চ্যাট সেটিংসে গিয়ে 'Disappearing Messages'-এ ক্লিক করে ২৪ ঘন্টা, ৭ দিন বা ৯০ দিনের একটি নির্দিষ্ট সময়সীমা সেট করে দিতে পারেন ইউজার। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে একে অপরকে পাঠানো ছবি এবং ভিডিও খুব সহজেই মুছে ফেলা সম্ভব। আমরা অনেক সময়ই চাই এমন কোনও ফিচার থাকুক যাতে কিছু সময়ের জন্য ছবি, ভিডিও বা মেসেজ থাকলেও তা বেশিক্ষণ যেন চ্যাট বক্সে স্থায়ী না হয়। তাদের জন্য এই ফিচার এক কথায় দারুন।
গত বছরই হোয়াটসঅ্যাপ ফিচার আপডেটের সময় জানিয়েছিল যে, মেসেজ কতক্ষণ ধরে চলবে তা ঠিক করা আমাদের ব্যক্তিগত বিষয়। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে, আমরা খুব বেশি কিছু চিন্তা না করেই সব কিছুর ডিজিটাল কপি রেখে দিতে অভ্যস্ত হয়ে পড়েছি। অর্থাৎ আমাদের প্রতিটি কথোপকথনের রেকর্ড ক্রমাগত জমা হয়ে থাকছে। এই কারণেই গত বছর হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি চালু করেছিল। এই ফিচারটি বর্তমানে সমস্ত ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ রয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের ওপর কাজ করছে, যাতে কোনও ইমেজ একবার দেখা হলে তা আপনা থেকেই ডিলিট হয়ে যাবে। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এমন ফিচার যাতে সমস্যা তৈরি না করে, তাই সংস্থা এই ফিচারটির আপডেটের ওপর কাজ করছে। এছাড়াও আরেকটি নতুন ফিচারে এখন থেকে আইফোন ব্যবহারকারীরা তাদের মেসেজ এডিট ও আনসেন্ড করতে পারবেন। এটি ছাড়াও আইফোন ব্যবহারকারীরা তাঁদের টেক্সট থ্রেডটিকে ‘আনরিড’ হিসাবেও চিহ্নিত করতে সক্ষম হবেন।