WhatsApp Scam: নিঃস্ব করে দিতে পারে WhatsApp স্ক্যাম, জেনে নিন সুরক্ষিত থাকার উপায়

Last Updated:
WhatsApp Scam: এক নজরে দেখে নেওয়া যাক এই ধরনের স্ক্যাম থেকে বাঁচার উপায়
1/6
WhatsApp Scam: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর ওপরে নজর রয়েছে সাইবার ক্রিমিনালদের (cyber crime)। কারণ সারা বিশ্ব জুড়ে প্রায় ২ মিলিয়নের বেশি ইউজার রয়েছে WhatsApp-এর। এর ফলে সাইবার ক্রিমিনালদের টার্গেট হল WhatsApp। তারা বিভিন্ন ধরনের উপায়ে স্ক্যাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইবার ক্রিমিনাল এবং হ্যাকাররা বিভিন্ন উপায় ব্যাহার করে WhatsApp-এর ইউজারদের বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে WhatsApp-এর ইউজারদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ধরনের স্ক্যাম (WhatsApp Scam) থেকে বাঁচার উপায়।
WhatsApp Scam: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর ওপরে নজর রয়েছে সাইবার ক্রিমিনালদের (cyber crime)। কারণ সারা বিশ্ব জুড়ে প্রায় ২ মিলিয়নের বেশি ইউজার রয়েছে WhatsApp-এর। এর ফলে সাইবার ক্রিমিনালদের টার্গেট হল WhatsApp। তারা বিভিন্ন ধরনের উপায়ে স্ক্যাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইবার ক্রিমিনাল এবং হ্যাকাররা বিভিন্ন উপায় ব্যাহার করে WhatsApp-এর ইউজারদের বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে WhatsApp-এর ইউজারদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ধরনের স্ক্যাম (WhatsApp Scam) থেকে বাঁচার উপায়।
advertisement
2/6
অচেনা নম্বর থেকে আসা মেসেজ -  নিজেদের WhatsApp-এ অচেনা নম্বর থেকে আসা মেসেজ নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সাইবার ক্রিমিনালরা বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে জালিয়াতি করার চেষ্টা করে। অনেক সময় WhatsApp-এর ইউজারদের বন্ধুদের নাম করে মেসেজ পাঠিয়ে প্রতারণা করার চেষ্টা করা হয়।
অচেনা নম্বর থেকে আসা মেসেজ - নিজেদের WhatsApp-এ অচেনা নম্বর থেকে আসা মেসেজ নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সাইবার ক্রিমিনালরা বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে জালিয়াতি করার চেষ্টা করে। অনেক সময় WhatsApp-এর ইউজারদের বন্ধুদের নাম করে মেসেজ পাঠিয়ে প্রতারণা করার চেষ্টা করা হয়।
advertisement
3/6
এছাড়াও ব্যাঙ্ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার নাম করে মেসেজ পাঠিয়ে জালিয়াতি করার চেষ্টা করা হয়। এর ফলে অজানা ও অচেনা নম্বর থেকে কোনও ধরনের মেসেজ এলে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই ধরনের মেসেজের মাধ্যমে কোনও তথ্য বা ডকুমেন্ট চাইলে তা কোনও সময় শেয়ার করা উচিত নয়।
এছাড়াও ব্যাঙ্ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার নাম করে মেসেজ পাঠিয়ে জালিয়াতি করার চেষ্টা করা হয়। এর ফলে অজানা ও অচেনা নম্বর থেকে কোনও ধরনের মেসেজ এলে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই ধরনের মেসেজের মাধ্যমে কোনও তথ্য বা ডকুমেন্ট চাইলে তা কোনও সময় শেয়ার করা উচিত নয়।
advertisement
4/6
 বিভিন্ন ধরনের লিঙ্ক - অচেনা এবং অজানা উৎস থেকে WhatsApp-এ আসা বিভিন্ন ধরনের লিঙ্ক নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এই সকল লিঙ্কে ক্লিক করলে চোখের নিমেষে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। কারণ এই সকল ম্যালিসিয়াস লিঙ্কের মাধ্যমে নিজেদের ডিভাইস হ্যাক করা হয়। এর ফলে নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন ধরনের লিঙ্ক - অচেনা এবং অজানা উৎস থেকে WhatsApp-এ আসা বিভিন্ন ধরনের লিঙ্ক নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এই সকল লিঙ্কে ক্লিক করলে চোখের নিমেষে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। কারণ এই সকল ম্যালিসিয়াস লিঙ্কের মাধ্যমে নিজেদের ডিভাইস হ্যাক করা হয়। এর ফলে নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
WhatsApp-এর বিভিন্ন ধরনের গ্রুপ থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হতে পারে। অনেক সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে সেই সকল লিঙ্ক সেন্ড করা হয়ে থাকে। সেই লোভে পা না দিয়ে সেই সকল লিঙ্ক এড়িয়ে চলা উচির। কারণ এই ধরনের লিঙ্কের মধ্যেই লুকিয়ে রয়েছে অজানা বিপদ।
WhatsApp-এর বিভিন্ন ধরনের গ্রুপ থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হতে পারে। অনেক সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে সেই সকল লিঙ্ক সেন্ড করা হয়ে থাকে। সেই লোভে পা না দিয়ে সেই সকল লিঙ্ক এড়িয়ে চলা উচির। কারণ এই ধরনের লিঙ্কের মধ্যেই লুকিয়ে রয়েছে অজানা বিপদ।
advertisement
6/6
আপডেট - একটি কথা অবশ্যই মনে রাখা দরকার যে, সবসময় নিজেদের WhatsApp অ্যাপ আপডেট করা প্রয়োজন। নির্দিষ্ট সময় অন্তর কোম্পানির তরফে আপডেটের নোটিফিকেশন দেওয়া হয়। সেই সময় তা আপডেট করা প্রয়োজন। WhatsApp আপডেট করা থাকলে বিভিন্ন ধরনের স্ক্যাম এড়ানো সম্ভব। এক্ষেত্রে অটোমেটিক আপডেটের অপশন সিলেক্ট করে রাখলে নিজে থেকেই আপডেট হয়ে যাবে WhatsApp।
আপডেট - একটি কথা অবশ্যই মনে রাখা দরকার যে, সবসময় নিজেদের WhatsApp অ্যাপ আপডেট করা প্রয়োজন। নির্দিষ্ট সময় অন্তর কোম্পানির তরফে আপডেটের নোটিফিকেশন দেওয়া হয়। সেই সময় তা আপডেট করা প্রয়োজন। WhatsApp আপডেট করা থাকলে বিভিন্ন ধরনের স্ক্যাম এড়ানো সম্ভব। এক্ষেত্রে অটোমেটিক আপডেটের অপশন সিলেক্ট করে রাখলে নিজে থেকেই আপডেট হয়ে যাবে WhatsApp।
advertisement
advertisement
advertisement