CMRL Ticket Booking From WhatsApp: ভিড়ে ধাক্কাধাক্কি! ট্রেন মিস আর নয়, হোয়াটসঅ্যাপ থেকেই বুক করুন Metro টিকিট

Last Updated:
CMRL Ticket Booking From WhatsApp: মেট্রোর যাত্রীদের জন্য অন্যতম বড় সুবিধা
1/13
চেন্নাই মেট্রোতে যাঁরা সফর করেন তাঁদের জন্য অত্যন্ত বড় খবর কেননা তাঁদের সময় বাঁচানোর জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ সময় বাঁচানোর বড়সড় প্ল্যান করেছে ৷ প্রতীকী ছবি ৷
চেন্নাই মেট্রোতে যাঁরা সফর করেন তাঁদের জন্য অত্যন্ত বড় খবর কেননা তাঁদের সময় বাঁচানোর জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ সময় বাঁচানোর বড়সড় প্ল্যান করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
এবার থেকে টিকিট কাউন্টারে গিয়ে আর কাটতে হবে টিকিট ফলে, সময় বাঁচবে এবার, অযথা ধাক্কাধাক্কিও করতে হবেনা আর ৷ প্রতীকী ছবি ৷
এবার থেকে টিকিট কাউন্টারে গিয়ে আর কাটতে হবে টিকিট ফলে, সময় বাঁচবে এবার, অযথা ধাক্কাধাক্কিও করতে হবেনা আর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
এবার WhatsApp-এর সাহায্যে বুক করতে পারবেন মেট্রোর টিকিট ৷ এর ফলে সহজেই টিকিট কেটে ট্রেন ধরতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
এবার WhatsApp-এর সাহায্যে বুক করতে পারবেন মেট্রোর টিকিট ৷ এর ফলে সহজেই টিকিট কেটে ট্রেন ধরতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
Tanla Solution সলিউশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে কিউআর টিকেটিং পরিষেবা শুরু করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
Tanla Solution সলিউশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে কিউআর টিকেটিং পরিষেবা শুরু করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
এখানেই শেষ নয় এরফলে যাত্রীদের এবার অনেকটাই সময় বাঁচতে চলেছে ৷ মেট্রো স্টেশনের বাইরে থেকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
এখানেই শেষ নয় এরফলে যাত্রীদের এবার অনেকটাই সময় বাঁচতে চলেছে ৷ মেট্রো স্টেশনের বাইরে থেকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
এই সমগ্র পদ্ধতিতে যাত্রীদের বিশেষ সুবিধা মিলবে ৷ হোয়াটস অ্যাপের মাধ্যমে যাত্রীরা টিকিট বুক করতে গেলে কয়েকটি পদক্ষেপ মেনে চলতে হবে ৷ প্রতীকী ছবি ৷
এই সমগ্র পদ্ধতিতে যাত্রীদের বিশেষ সুবিধা মিলবে ৷ হোয়াটস অ্যাপের মাধ্যমে যাত্রীরা টিকিট বুক করতে গেলে কয়েকটি পদক্ষেপ মেনে চলতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
CMRL হোয়াটসঅ্যাপ  (+91 8300086000) নম্বরে মেসেজ করতে হবে ৷ যা শহরের প্রতিটি মেট্রো স্টেশনে দেখা যাবে ৷ প্রতীকী ছবি ৷
CMRL হোয়াটসঅ্যাপ (+91 8300086000) নম্বরে মেসেজ করতে হবে ৷ যা শহরের প্রতিটি মেট্রো স্টেশনে দেখা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
এবার পছন্দসয়ী ভাষা বাছার অপশন পাবেন ৷ ইংরেজির সঙ্গে তামিল অপশন থাকবে বিকল্প হিসাবে ৷ প্রতীকী ছবি ৷
এবার পছন্দসয়ী ভাষা বাছার অপশন পাবেন ৷ ইংরেজির সঙ্গে তামিল অপশন থাকবে বিকল্প হিসাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
এরপরে দুটি অপশন আসবে ৷ সেটি টিকিট বুকিং ও  অপরটি নিকটবর্তী মেট্রো স্টেশন খোঁজার বিকল্প ৷ প্রতীকী ছবি ৷
এরপরে দুটি অপশন আসবে ৷ সেটি টিকিট বুকিং ও অপরটি নিকটবর্তী মেট্রো স্টেশন খোঁজার বিকল্প ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
এরপরেই বুক ইওর টিকিট অপশন আসবে ৷ Book Your Ticket অপশনে ক্লিক করে প্রধান গন্তব্য স্টেশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
এরপরেই বুক ইওর টিকিট অপশন আসবে ৷ Book Your Ticket অপশনে ক্লিক করে প্রধান গন্তব্য স্টেশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পরিষেবার এটাই যে বিশেষ পাঁচটি অন্য টিকিট বুক করতে পারেন যাত্রীরা ৷ সব মিলিয়ে একসঙ্গে ৬টু টিকিট বুক করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পরিষেবার এটাই যে বিশেষ পাঁচটি অন্য টিকিট বুক করতে পারেন যাত্রীরা ৷ সব মিলিয়ে একসঙ্গে ৬টু টিকিট বুক করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
ইউপিআই, নেটব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ডের সাহায্যে এই বুকিং করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
ইউপিআই, নেটব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ডের সাহায্যে এই বুকিং করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
একবার পেমেন্ট হলেই কিউআর টিকিট পাওয়া যাবে ৷ এই টিকিটের সাহায্যেই যান্ত্রিক গেটে প্রবেশ করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
একবার পেমেন্ট হলেই কিউআর টিকিট পাওয়া যাবে ৷ এই টিকিটের সাহায্যেই যান্ত্রিক গেটে প্রবেশ করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement