গুগল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। নানা কাজের জন্য আমরা প্রায় সময়ে গুগলের সাহায্য নিয়ে থাকি। এ কারণে গুগলের সার্চ হিস্ট্রিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি ব্যক্তিগত কিছু তথ্যও থেকে থাকে। ফলে সেগুলিকে গোপন বা সুরক্ষিত রাখা খুব জরুরি। সার্চ হিস্ট্রি, অ্যাসিসট্যান্ট কমান্ড, ম্যাপ এবং আরও অন্যান্য সেবার সংবেদনশীল তথ্য পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখার সুযোগ দেয় গুগল।
আপানার সিস্টেম যদি অন্য কেও ব্যবহার করে, সে গুগল ক্রোম খুললেই দেখতে পাবেন যে আপনি কি সার্চ করেছেন। সেই সঙ্গে তাঁর নজরে আসতে পারে আরও অনান্য গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত তথ্য। আপনার সার্চ হিস্ট্রি দেখে সেই ব্যক্তি ধরনা লাগাতে পারবেন যে আপনি কেমন। তাই নিজের সার্চ হিস্ট্রিকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করুন। কীভাবে পাসওয়ার্ড যুক্ত করবেন জেনে নিন