মন্ত্রক জানিয়েছে, ৫টি ক্যাটেগরিতে ড্রোনকে ভাগ করা হচ্ছে ভারতে৷ ন্যানো, মাইক্রো, স্মল, মিডিয়াম ও লার্জ৷ নোটিশে বলা হয়েছে, ন্যানো সাইজের ড্রোন (২৫০ গ্রামের কম ওজন ও ১৫ মিটারের বেশি উচ্চতায় উড়ানো যায় না) ছাড়া বাকি সবগুলিই ন্যাশনাল আননেমড ট্র্যাফিক ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম (ডিজিটাল স্কাই)-এর মাধ্যমে রেজিস্টার্ড করতে হবে৷ ডিজিটাল স্কাই ছাড়পত্র দিলেই আপনি ড্রোন ওড়াবেন নিশ্চিন্তে৷ ছবি সৌজন্য: গুগল