AI ক্যামেরা, ৬০০০mAh ব্যাটারি-সহ লঞ্চ হল OPPO K13x 5G! ছুঁড়ে মারলেও ভাঙবে না ফোন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
OPPO K13x 5G: মাত্র ১৫০০০ টাকা দামের সেগমেন্টের কথা মাথায় রেখেই আনা হয়েছে এই ডিভাইস। এর মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন পারফরম্যান্স, ডিউরেবিলিটি এবং ব্যাটারির আয়ুর অপূর্ব মিশেল।
অবশেষে নিজেদের লেটেস্ট বাজেট 5G স্মার্টফোন অফিসিয়াল ভাবে ভারতের বাজারে আনল Oppo। এর ফলে ভারতের বাজারে আত্মপ্রকাশ করল Oppo K13x। মাত্র ১৫০০০ টাকা দামের সেগমেন্টের কথা মাথায় রেখেই আনা হয়েছে এই ডিভাইস। এর মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন পারফরম্যান্স, ডিউরেবিলিটি এবং ব্যাটারির আয়ুর অপূর্ব মিশেল। এই স্মার্টফোনে রয়েছে MediaTek-এর Dimensity 6300 চিপসেট, একটি ৫০ মেগাপিক্সেল ড্যুয়াল ক্যামেরা এবং একটি ৬০০০mAh ব্যাটারি। ফলে এটি Infinix Note 50s, iQOO Z10x এবং Realme P3-র মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জোর টক্কর দিতে পারবে K13x।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১. Mali-G57 MC2 GPU | ২. 8GB পর্যন্ত LPDDR4x RAM | ৩. 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। যা microSD card-এর মাধ্যমে 1TB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে।Android 15-ভিত্তিক ColorOS 15 দ্বারা চালিত হয় এটি। সেই সঙ্গে ৪ বছরের OS আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দিচ্ছে Oppo। অর্থাৎ এই প্রাইস সেগমেন্টে এটা অন্যতম বড় বিষয়।
advertisement
advertisement