OnePlus 11R Solar Red 5G: উৎসবের মরশুম এবার লালে লাল! ভারতে আসছে OnePlus 11R Solar Red 5G, তারিখটা জেনে নিন

Last Updated:
OnePlus 11R Solar Red 5G: OnePlus তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে যে আগামী ৭ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করা হতে চলেছে OnePlus 11R Solar Red 5G স্মার্টফোন।
1/8
স্মার্টফোনের বাজারে OnePlus একটি জনপ্রিয় ব্র্যান্ড। এই উৎসবের মরশুমে ব্র্যান্ডটি তাদের সমস্ত গ্রাহকদের জন্য একটি বড় চমক নিয়ে আসতে চলেছে। তারা ভারতে লঞ্চ করতে চলেছে OnePlus 11R Solar Red 5G স্মার্টফোন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১৮ জিবি RAM।
স্মার্টফোনের বাজারে OnePlus একটি জনপ্রিয় ব্র্যান্ড। এই উৎসবের মরশুমে ব্র্যান্ডটি তাদের সমস্ত গ্রাহকদের জন্য একটি বড় চমক নিয়ে আসতে চলেছে। তারা ভারতে লঞ্চ করতে চলেছে OnePlus 11R Solar Red 5G স্মার্টফোন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১৮ জিবি RAM।
advertisement
2/8
OnePlus তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে যে আগামী ৭ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করা হতে চলেছে OnePlus 11R Solar Red 5G স্মার্টফোন।
OnePlus তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে যে আগামী ৭ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করা হতে চলেছে OnePlus 11R Solar Red 5G স্মার্টফোন।
advertisement
3/8
OnePlus কোম্পানি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘OnePlus 11R Solar Red 5G স্মার্টফোন হার্ডওয়্যার দক্ষতার উপর ভিত্তি করে এর ফিচার বাড়িয়ে তোলে। এই ফোনে রয়েছে ১৮ জিবি RAM এবং একটি ৫১২ জিবি ROM। এই ডিভাইসটি গ্রাহকদের যথেষ্ট স্পেস প্রদান করে।‘
OnePlus কোম্পানি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘OnePlus 11R Solar Red 5G স্মার্টফোন হার্ডওয়্যার দক্ষতার উপর ভিত্তি করে এর ফিচার বাড়িয়ে তোলে। এই ফোনে রয়েছে ১৮ জিবি RAM এবং একটি ৫১২ জিবি ROM। এই ডিভাইসটি গ্রাহকদের যথেষ্ট স্পেস প্রদান করে।‘
advertisement
4/8
OnePlus 11R Solar Red 5G স্মার্টফোনের লঞ্চ ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল এবং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের সঙ্গে মিলে যাবে। সুতরাং মনে করা হচ্ছে উভয় ই-কমার্স প্ল্যাটফর্মেই এই ফোন পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus 11R Solar Red 5G স্মার্টফোনের ফিচার।
OnePlus 11R Solar Red 5G স্মার্টফোনের লঞ্চ ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল এবং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের সঙ্গে মিলে যাবে। সুতরাং মনে করা হচ্ছে উভয় ই-কমার্স প্ল্যাটফর্মেই এই ফোন পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus 11R Solar Red 5G স্মার্টফোনের ফিচার।
advertisement
5/8
OnePlus 11R Solar Red 5G স্মার্টফোনের ফিচার- OnePlus 11R Solar Red 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে একটি লেদার ব্যাক ফিনিশ, যা OnePlus-এর আইকনিক লাল রঙ যুক্ত। ভাল চামড়ার ফিনিশ ইউজারদের জন্য একটি ভাল গ্রিপ অফার করতে পারে।
OnePlus 11R Solar Red 5G স্মার্টফোনের ফিচার- OnePlus 11R Solar Red 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে একটি লেদার ব্যাক ফিনিশ, যা OnePlus-এর আইকনিক লাল রঙ যুক্ত। ভাল চামড়ার ফিনিশ ইউজারদের জন্য একটি ভাল গ্রিপ অফার করতে পারে।
advertisement
6/8
এই ফোনটি Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত এবং একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। এই ফোনে রয়েছে ১৮ জিবির LPDDR5X RAM এবং ৫১২ জিবির ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনটি Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত এবং একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। এই ফোনে রয়েছে ১৮ জিবির LPDDR5X RAM এবং ৫১২ জিবির ইন্টারনাল স্টোরেজ।
advertisement
7/8
OnePlus 11R Solar Red 5G ফোনটি অত্যাধুনিক RAM-Vita প্রযুক্তি দ্বারা চালিত, যা ফ্ল্যাগশিপ OnePlus 11 সিরিজ থেকে ধার করা হয়েছে। OnePlus দাবি করেছে যে, এই ফোনে ১৬ জিবি সংস্করণের ৪৪ অ্যাপের সীমা ছাড়িয়ে, একসঙ্গে ৫০টি অ্যাপ পর্যন্ত সহজে চালানো যেতে পারে। এর পাশাপাশি OnePlus কোম্পানি জানিয়েছে যে, উন্নত RAM অ্যাপগুলিকে প্রায় ৬ শতাংশ দ্রুত খোলে এবং গেমারদের জন্যও কিছু সুখবর রয়েছে। OnePlus জানিয়েছে যে, আসন্ন ফোন গেমিং করার সময় প্রতি সেকেন্ডে ৫৯.৪৬ ফ্রেমের গড় FPS বজায় রাখবে।
OnePlus 11R Solar Red 5G ফোনটি অত্যাধুনিক RAM-Vita প্রযুক্তি দ্বারা চালিত, যা ফ্ল্যাগশিপ OnePlus 11 সিরিজ থেকে ধার করা হয়েছে। OnePlus দাবি করেছে যে, এই ফোনে ১৬ জিবি সংস্করণের ৪৪ অ্যাপের সীমা ছাড়িয়ে, একসঙ্গে ৫০টি অ্যাপ পর্যন্ত সহজে চালানো যেতে পারে। এর পাশাপাশি OnePlus কোম্পানি জানিয়েছে যে, উন্নত RAM অ্যাপগুলিকে প্রায় ৬ শতাংশ দ্রুত খোলে এবং গেমারদের জন্যও কিছু সুখবর রয়েছে। OnePlus জানিয়েছে যে, আসন্ন ফোন গেমিং করার সময় প্রতি সেকেন্ডে ৫৯.৪৬ ফ্রেমের গড় FPS বজায় রাখবে।
advertisement
8/8
ব্যাটারির কথা বললে, এই ফোনটিতে একটি বড় ৫০০০mAh ব্যাটারি এবং একটি ১০০W SUPERVOOC চার্জার রয়েছে। ব্র্যান্ডটি দাবি করেছে যে, ফোনটিতে মাত্র ২৫ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে পারে।
ব্যাটারির কথা বললে, এই ফোনটিতে একটি বড় ৫০০০mAh ব্যাটারি এবং একটি ১০০W SUPERVOOC চার্জার রয়েছে। ব্র্যান্ডটি দাবি করেছে যে, ফোনটিতে মাত্র ২৫ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে পারে।
advertisement
advertisement
advertisement