

২০২০ সালে কখন যে কী হতে পারে, তার কোনও ঠিক নেই। এই প্যানডেমিকে একের পর এক ঘটনা আমাদের বিস্মিত করেছে। বহু ব্যবসায়িক ক্ষেত্র ক্ষতির সম্মুখীন হয়েছে। আর টেক-জগতেও নানা পরিবর্তন এসেছে। বহু বছর পর Google তার নানা প্রোডাক্টে বিস্তর পরিবর্তন এনেছে। সেই সূত্র ধরেই Google Photo-র আনলিমিটেড ফটো স্টোরেজ ফিচারও বন্ধ হতে চলেছে। যা নিঃসন্দেহেই একটি বড় সিদ্ধান্ত।


সিদ্ধান্ত। Google-এর তরফে জানানো হয়েছে, পরের বছর ১ জুলাই থেকে Google Photo-তে সেভ ছবি Google Drive-এর স্পেস নিয়ে নেবে। এবং স্পেস শেষ হয়ে গেলে Google সার্ভারে অতিরিক্ত স্পেসের জন্য আপনাকে দাম দিতে হবে। সব কিছু যে দিকে এগোচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে কোনও কিছুই আর ফ্রি থাকবে না। এই পরিস্থিতিতে আমাদের অনলাইন স্টোরেজ স্পেসের দিকেই তাকাতে হবে। আসুন দেখে নেওয়া যাক, কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মের স্টোরেজ স্পেস ও তার দাম।


Google One: নতুন Gmail অ্যাকাউন্ট খুললে মিলবে ১৫ GB পর্যন্ত ফ্রি স্পেস। বার্ষিক ১,৩০০ টাকা অর্থাৎ প্রতি মাসে ১৩০ টাকায় মিলবে ১০০ GB স্পেস। পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি। বার্ষিক ২,১০০ টাকা অর্থাৎ প্রতি মাসে ২১০ টাকায় মিলবে ২০০ GB স্পেস। পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি। বার্ষিক ৬,৫০০ টাকা অর্থাৎ প্রতি মাসে ৬৫০ টাকায় মিলবে ২ TB স্পেস। পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি।


Microsoft OneDrive: OneDrive অ্যাকাউন্ট খুললেই ৫ GB পর্যন্ত ফ্রি স্পেস পাবেন। মাসিক ১৪০ টাকায় মিলবে ১০০ GB স্পেস। বার্ষিক ৪,১৯৯ টাকা বা মাসিক ৪২০ টাকার হিসেবে ১ TB পর্যন্ত স্পেস পেতে পারেন। এর সঙ্গে থাকবে Outlook, Word, Excel ও PowerPoint-এর সাবস্ক্রিপশনের সুবিধাও। এ ছাড়াও বার্ষিক ৫,২৯৯ টাকা বা মাসিক ৫২০ টাকার হিসেবে ৬ TB পর্যন্ত স্পেস পেতে পারেন। থাকবে Outlook, Word, Excel ও PowerPoint-এর সাবস্ক্রিপশনের সুবিধাও।


Apple iCloud: প্রথমে iCloud-এর জন্য সাইন আপ করলে ৫ GB পর্যন্ত স্টোরেজ ফ্রি পাবেন।এর পর মাসে ৭৫ টাকার হিসেবে মিলবে ৫০ GB পর্যন্ত স্পেস। মাসিক ২১৯ টাকায় মিলবে ২০০ GB। পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি। মাসিক ৭৪৯ টাকায় মিলবে ২ TB। পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি।


Apple One: এ ক্ষেত্রে মাসে ১৯৫ টাকা করে দিলে Arcade-এর সঙ্গে মিলবে ৫০ GB iCloud, TV ও Apple Music সাবস্ক্রিপশন। আর মাসে ৩৬৫ টাকা করে দিলে Arcade-এর সঙ্গে মিলবে ২০০ GB iCloud, TV ও Apple Music সাবস্ক্রিপশন। মাথায় রাখবেন, যদি বর্তমান প্ল্যানের থেকে আপনার Apple One-এ iCloud স্টোরেজের পরিমাণ বেশি হয়, তা হলে কিন্তু বর্তমানে যে iCloud স্টোরেজ প্ল্যানটি রয়েছে তা বাতিল হয়ে যাবে। তবে একটি প্রো-রেটেড রিফান্ড পেয়ে যাবেন আপনি।


Dropbox: প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে থাকবে ২GB পর্যন্ত ফ্রি স্পেস। যদি বছরের হিসেবে বিল করা হয়, তা হলে প্রতি মাসে ১১.৯৯ ডলারে বা ৯.৯৯ ডলারে ২ TB পর্যন্ত স্পেস পাওয়া যায়। অন্য দিকে, ছয় জন ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করে যদি ২ TB স্পেস নিতে তা হলে বছরের বিলের হিসেবে প্রতি মাসে ১৯.৯৯ ডলার বা ১৬.৯৯ ডলার পর্যন্ত পড়তে পারে। এ ক্ষেত্রে ফুল টেক্সট সার্চ, মোবাইল অফলাইন ফোল্ডারস, রিমোট ডিভাইজ ওয়াইপসহ একাধিক ফিচারের সুবিধাও পাওয়া যাবে।