Mobile Phone: সারাক্ষণ আড়ি পেতে আছে ফোন? জেনে নিচ্ছে সব গোপন কথা! সেটিংসে গিয়ে এই কাজ করে এখনই বন্ধ করুন, নাহলেই সর্বনাশ

Last Updated:
Mobile Phone: স্মার্টফোন ব‍্যবহারকারীরা বহুক্ষেত্রেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তখনই মনের মধ‍্যে বারবার উঁকি দিয়েছে একটি প্রশ্ন। তবে কি সবকথা শুনতে পায় ফোন? গোপনে সারাক্ষণ আড়ি পেতে রয়েছে, হাতে ধরা চারকোনা বাক্সটি
1/9
বন্ধুর সঙ্গে কথা বলছিলেন নতুন হেডফোন কেনার বিষয়ে। ফোন খুলতেই চোখ ছানাবড়া। সেখানে জ্বলজ্বল করছে একগাদা হেডফোনের বিজ্ঞাপন। বিভিন্ন অ‍্যাপ থেকে ক্রমাগত হেডফোন নিয়ে ভেসে আসছে নোটিফিকেশন!
বন্ধুর সঙ্গে কথা বলছিলেন নতুন হেডফোন কেনার বিষয়ে। ফোন খুলতেই চোখ ছানাবড়া। সেখানে জ্বলজ্বল করছে একগাদা হেডফোনের বিজ্ঞাপন। বিভিন্ন অ‍্যাপ থেকে ক্রমাগত হেডফোন নিয়ে ভেসে আসছে নোটিফিকেশন!
advertisement
2/9
স্মার্টফোন ব‍্যবহারকারীরা বহুক্ষেত্রেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তখনই মনের মধ‍্যে বারবার উঁকি দিয়েছে একটি প্রশ্ন। তবে আপনার সবকথা শুনতে পায় ফোন? গোপনে সারাক্ষণ আড়ি পেতে রয়েছে, হাতে ধরা চারকোনা বাক্সটি?
স্মার্টফোন ব‍্যবহারকারীরা বহুক্ষেত্রেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তখনই মনের মধ‍্যে বারবার উঁকি দিয়েছে একটি প্রশ্ন। তবে কি সবকথা শুনতে পায় ফোন? গোপনে সারাক্ষণ আড়ি পেতে রয়েছে, হাতে ধরা চারকোনা বাক্সটি?
advertisement
3/9
সন্দেহ নয়, সত‍্যি। সত‍্যিই কথা শুনতে পায় Google, এমনটাই জানিয়েছে লিক্স। সব প্রশ্নের উত্তরদাতা গুগল সারাক্ষণ আড়ি পেতে রয়েছে ফোন। তবে গোপনে নয়, না জেনে গুগলকে আড়ি পাতার অনুমতি দিয়ে থাকে ব‍্যবহারকারীরাই। তেমনটাই জানাচ্ছে লিক্স।
সন্দেহ নয়, সত‍্যি। সত‍্যিই কথা শুনতে পায় Google, এমনটাই জানিয়েছে লিক্স। সব প্রশ্নের উত্তরদাতা গুগল সারাক্ষণ আড়ি পেতে রয়েছে ফোন। তবে গোপনে নয়, না জেনে গুগলকে আড়ি পাতার অনুমতি দিয়ে থাকে ব‍্যবহারকারীরাই। তেমনটাই জানাচ্ছে লিক্স।
advertisement
4/9
সঠিকভাবে জেনে একটি ফোনের একটি সেটিংস বন্ধ করে দিলেই গুগলের আড়ি পাতার রাস্তা বন্ধ হয়ে যাবে। কোন সেটিংস বন্ধ করতে হবে জেনে নিন।
সঠিকভাবে জেনে একটি ফোনের একটি সেটিংস বন্ধ করে দিলেই গুগলের আড়ি পাতার রাস্তা বন্ধ হয়ে যাবে। কোন সেটিংস বন্ধ করতে হবে জেনে নিন।
advertisement
5/9
ফোনে কোনও অ‍্যাপ ইনস্টল করার সঙ্গে সঙ্গেই ফোনে বিভিন্ন রকমের পারমিশন চায় ওই অ‍্যাপ। ক্যামেরা, কন্টাক্টস, লোকেশন, মাইক্রোফোন, গ্যালারি ফোটো-ভিডিওস-সহ একাধিক বিষয়ে অ‍্যাক্সেস চায় অ‍্যাপ।
ফোনে কোনও অ‍্যাপ ইনস্টল করার সঙ্গে সঙ্গেই ফোনে বিভিন্ন রকমের পারমিশন চায় ওই অ‍্যাপ। ক্যামেরা, কন্টাক্টস, লোকেশন, মাইক্রোফোন, গ্যালারি ফোটো-ভিডিওস-সহ একাধিক বিষয়ে অ‍্যাক্সেস চায় অ‍্যাপ।
advertisement
6/9
এই ধরনের অ‍্যাক্সেস দেওয়ার আগে ভাবুন। এই অ‍্যাক্সেস দেওয়ার অর্থ হল ওই অ‍্যাপকে আপনার ফোনের অন্দরে ব‍্যক্তিগত ক্ষেত্রে ঢোকার সুযোগ করে দেওয়া।
এই ধরনের অ‍্যাক্সেস দেওয়ার আগে ভাবুন। এই অ‍্যাক্সেস দেওয়ার অর্থ হল ওই অ‍্যাপকে আপনার ফোনের অন্দরে ব‍্যক্তিগত ক্ষেত্রে ঢোকার সুযোগ করে দেওয়া।
advertisement
7/9
Google মাইক্রোফোনকে অ‍্যাক্সেস দেয় ব‍্যবহারকারীরা। Google ফোনের মাইক্রোফোন ব্যবহার করতে পারে। ফলে আপনার ব‍্যক্তিগত কথাবার্তাও শুনতে পারে Google। Google তার অ্যাড সার্ভিসের জন্য ব্যবহার করতে পারে
Google মাইক্রোফোনকে অ‍্যাক্সেস দেয় ব‍্যবহারকারীরা। Google ফোনের মাইক্রোফোন ব্যবহার করতে পারে। ফলে আপনার ব‍্যক্তিগত কথাবার্তাও শুনতে পারে Google। Google তার অ্যাড সার্ভিসের জন্য ব্যবহার করতে পারে
advertisement
8/9
কীভাবে পরিষেবাগুলি বন্ধ করবেন?১. প্রথমে ফোনের সেটিংসে যান।
২. নিচে স্ক্রল করে Google এর সেটিংসে ট্যাপ করুন।
৩. পরের পেজে আপনি আপনার গুগল প্রোফাইল দেখতে পাবেন।
কীভাবে পরিষেবাগুলি বন্ধ করবেন?১. প্রথমে ফোনের সেটিংসে যান।২. নিচে স্ক্রল করে Google এর সেটিংসে ট্যাপ করুন।৩. পরের পেজে আপনি আপনার গুগল প্রোফাইল দেখতে পাবেন।
advertisement
9/9
৪. এখন Manage Your Google Account এ ট্যাপ করুন।৫. Data & Privacy সেকশনে যান।
৬. এখন Web & App Activity এর অপশন পাবেন। এতে ট্যাপ করুন এবং পরের পেজে যান।
৭. এখানে আপনি Subsettings এ Include Audio and Video activity এর অপশন দেখতে পাবেন।
৮. এতে থাকা টিক চিহ্নটি সরিয়ে ফেলুন এবং গুগলের টার্ম অফ সার্ভিস গ্রহণ করুন।
৪. এখন Manage Your Google Account এ ট্যাপ করুন।৫. Data & Privacy সেকশনে যান।৬. এখন Web & App Activity এর অপশন পাবেন। এতে ট্যাপ করুন এবং পরের পেজে যান।৭. এখানে আপনি Subsettings এ Include Audio and Video activity এর অপশন দেখতে পাবেন।৮. এতে থাকা টিক চিহ্নটি সরিয়ে ফেলুন এবং গুগলের টার্ম অফ সার্ভিস গ্রহণ করুন।
advertisement
advertisement
advertisement