Mobile Phone: ফোনের কভারে এইভাবে টাকা রাখেন? কী হতে পারে জানেন? ছোট্ট ভুলেই ভয়ঙ্কর বিস্ফোরণ, এখনই সাবধান

Last Updated:
Mobile Phone:স্মার্টফোন প্রত‍্যেকের জীবনেই বর্তমানে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সেই মোবাইলের কভারের মধ‍্যে টাকা ঢুকিয়ে রাখা কিন্তু মোটেই ভাল অভ‍্যাস নয়। বড় ক্ষতি হতে পারে
1/7
স্মার্টফোন নেই এমন পকেট পাওয়াই এখন দস্তুর। মোটামুটি প্রত‍্যেকেরই হাতে হাতে ঘুরছে মোবাইল ফোন। সর্বক্ষনের সঙ্গীকে অনেকেই পার্সের মতোও ব‍্যবহার করেন। ফোনের কভারের মধ‍্যে টাকা ঢুকিয়ে রাখেন অনেকে।
স্মার্টফোন নেই এমন পকেট পাওয়াই এখন দস্তুর। মোটামুটি প্রত‍্যেকেরই হাতে হাতে ঘুরছে মোবাইল ফোন। সর্বক্ষনের সঙ্গীকে অনেকেই পার্সের মতোও ব‍্যবহার করেন। ফোনের কভারের মধ‍্যে টাকা ঢুকিয়ে রাখেন অনেকে।
advertisement
2/7
স্মার্টফোন প্রত‍্যেকের জীবনেই বর্তমানে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সেই মোবাইলের কভারের মধ‍্যে টাকা ঢুকিয়ে রাখা কিন্তু মোটেই ভাল অভ‍্যাস নয়। বড় ক্ষতি হতে পারে মোবাইলের।
স্মার্টফোন প্রত‍্যেকের জীবনেই বর্তমানে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সেই মোবাইলের কভারের মধ‍্যে টাকা ঢুকিয়ে রাখা কিন্তু মোটেই ভাল অভ‍্যাস নয়। বড় ক্ষতি হতে পারে মোবাইলের।
advertisement
3/7
ছোট্ট ভুলে কীভাবে ক্ষতি হতে পারে স্মার্টফোনের। কভারের মধ‍্যে টাকা রাখলে তা কীভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে? শুধু টাকা নয়, বিশেষজ্ঞরা বলছেন কভারের মধ‍্যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রাখাও ক্ষতিকারক। কারণ কী? জেনে নিন
ছোট্ট ভুলে কীভাবে ক্ষতি হতে পারে স্মার্টফোনের। কভারের মধ‍্যে টাকা রাখলে তা কীভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে? শুধু টাকা নয়, বিশেষজ্ঞরা বলছেন কভারের মধ‍্যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রাখাও ক্ষতিকারক। কারণ কী? জেনে নিন
advertisement
4/7
আসল সমস‍্যা হয় মোবাইল গরম হলে। কেউ কেউ দীর্ঘক্ষণ ফোন ব‍্যবহার করেন। ফলে গরম হয়ে যায় ফোন। অনেকেই দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করেন। কেউ কেউ মোবাইল চার্জে রেখে ভুলে যান। তখনও গরম হয়ে যায় ফোন। এর ফলে, মোবাইলে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই সময়ে, মোবাইলের পিছনের কভারে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলে, এটি বিপদ সৃষ্টি করে।
আসল সমস‍্যা হয় মোবাইল গরম হলে। কেউ কেউ দীর্ঘক্ষণ ফোন ব‍্যবহার করেন। ফলে গরম হয়ে যায় ফোন। অনেকেই দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করেন। কেউ কেউ মোবাইল চার্জে রেখে ভুলে যান। তখনও গরম হয়ে যায় ফোন। এর ফলে, মোবাইলে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই সময়ে, মোবাইলের পিছনের কভারে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলে, এটি বিপদ সৃষ্টি করে।
advertisement
5/7
মোবাইল দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্র ক্রেডিট বা ডেবিট কার্ডের চৌম্বক স্ট্রিপের তথ্য নষ্ট করে দেয়। ফোনের প্রসেসর বা ব্যাটারিতে অতিরিক্ত চাপ আগুন সৃষ্টি করতে পারে। এছাড়াও, ভুল চার্জার ব্যবহার করলে ব্যাটারি বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।
মোবাইল দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্র ক্রেডিট বা ডেবিট কার্ডের চৌম্বক স্ট্রিপের তথ্য নষ্ট করে দেয়। ফোনের প্রসেসর বা ব্যাটারিতে অতিরিক্ত চাপ আগুন সৃষ্টি করতে পারে। এছাড়াও, ভুল চার্জার ব্যবহার করলে ব্যাটারি বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।
advertisement
6/7
শুধু ক্রেডিট বা ডেবিট কার্ড নয়। টাকা নোট ফোনের কভারের পিছনে রাখা নিরাপদ নয়। টাকা নোটে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলি ফোনে তৈরি হওয়া তাপকে বের হতে দেয় না। এমন পরিস্থিতিতে, তাপ ফোনের ভিতরে আটকে বিস্ফোরণ ঘটাতে পারে বলে তথ্য জানায়।
শুধু ক্রেডিট বা ডেবিট কার্ড নয়। টাকা নোট ফোনের কভারের পিছনে রাখা নিরাপদ নয়। টাকা নোটে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলি ফোনে তৈরি হওয়া তাপকে বের হতে দেয় না। এমন পরিস্থিতিতে, তাপ ফোনের ভিতরে আটকে বিস্ফোরণ ঘটাতে পারে বলে তথ্য জানায়।
advertisement
7/7
তাই টাকা নোট, ক্রেডিট বা ডেবিট কার্ড মোবাইল কভারের পিছনে রাখা এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে আলাদা কার্ড হোল্ডার বা মানিব্যাগ ব্যবহার করা যেতে পারে। মোবাইল ব‍্যবহারের ক্ষেত্রে এমন ঝুঁকি না নেওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তাই টাকা নোট, ক্রেডিট বা ডেবিট কার্ড মোবাইল কভারের পিছনে রাখা এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে আলাদা কার্ড হোল্ডার বা মানিব্যাগ ব্যবহার করা যেতে পারে। মোবাইল ব‍্যবহারের ক্ষেত্রে এমন ঝুঁকি না নেওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement