হোম » ছবি » মোবাইল » Snapdragon 855 প্রসেসর, পপ-আপ সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল OnePlus 7 Pro
Snapdragon 855 প্রসেসর, পপ-আপ সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল OnePlus 7 Pro
Bangla Editor
1/ 15
অবশেষে লঞ্চ হল OnePlus 7 Pro। মঙ্গলবার বেঙ্গালুরুর একটি ইভেন্টে OnePlus লঞ্চ করল তাঁদের ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 7 । এই প্রথম এক সঙ্গে তিনটি প্রোডাক্ট লঞ্চ করল OnePlus।
2/ 15
অনেক দিন ধরেই একের পর এক স্পেসিফিকেশন বা ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হচ্ছিল। সব জল্পনা কল্পনা আজ শেষ। সামনে এল OnePlus 7 Pro।
3/ 15
OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেজোলিউশন HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz
4/ 15
OnePlus 7 Pro-তে রয়েছে Snapdragon 855 প্রসেসর, 6GB থেকে 12GB পর্যন্ত RAM ভেরিয়েন্ট আর 128GB, 256GB স্টোরেজ ভেরিয়েন্ট অপশন। সাথে রয়েছে UFS 3.0 সাপোর্ট।
5/ 15
প্রসেসর ঠান্ডা রাখতে এই ফোনে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করেছে OnePlus। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারের সাথে Dolby Atmos।
6/ 15
এই প্রথম কোনো OnePlus ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান।
7/ 15
সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় আপনি পেয়ে যাবেন 117 ডিগ্রি ভিউ। আর থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা প্রথম দেখা গেছিল OnePlus 5 আর OnePlus5t তে।
8/ 15
সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
9/ 15
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।
10/ 15
প্রতিবারের মতন এই বারও OnePlus 7 Pro তে থাকছে লেটেস্ট Android - মানে এই ফোনে থাকছে Android Q যার উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন।
11/ 15
একটি নতুন ফিচার যোগ করেছে OnePlus এই ফোনে, যাকে বলে হচ্ছে 'Zen mode'। এই মোড অন রাখলে বেশি খন তানা ফোন ব্যবহার করলে, ২০ মিনিটের জন্য ফোনটি আপনে আপ বন্ধ হয়ে যাবে। এই ২০ মিনিটে আপনি শুধুমাত্র কল রিসিভ বা কল করে পারবেন আর ফটো তুলতে পারবেন।
12/ 15
এছাড়াও এই ফোনে রয়েছে গেমিং মোড, স্ক্রিন রেকর্ডিং আর নেভিগেশন জেসচার।
13/ 15
তিনটি রঙ আর তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7 Pro। 6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 48,999 টাকা।
14/ 15
8GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 52,999 টাকা। টপ ভেরিয়েন্টে 12GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 57,999 টাকা।
15/ 15
অনলাইনে শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে OnePlus 7 Pro। এছাড়াও অফলাইনে OnePlus Store ও একাধিক পার্টনার স্টোরে পাওয়া যাবে এই ফোন। 17 মে বিক্রি শুরু হবে OnePlus 7 Pro। অ্যালমণ্ড রঙের ফোন পাওয়া যাবে জুন মাস থেকে।
Snapdragon 855 প্রসেসর, পপ-আপ সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল OnePlus 7 Pro
অবশেষে লঞ্চ হল OnePlus 7 Pro। মঙ্গলবার বেঙ্গালুরুর একটি ইভেন্টে OnePlus লঞ্চ করল তাঁদের ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 7 । এই প্রথম এক সঙ্গে তিনটি প্রোডাক্ট লঞ্চ করল OnePlus।
Snapdragon 855 প্রসেসর, পপ-আপ সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল OnePlus 7 Pro
এই প্রথম কোনো OnePlus ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান।
Snapdragon 855 প্রসেসর, পপ-আপ সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল OnePlus 7 Pro
সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় আপনি পেয়ে যাবেন 117 ডিগ্রি ভিউ। আর থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা প্রথম দেখা গেছিল OnePlus 5 আর OnePlus5t তে।
Snapdragon 855 প্রসেসর, পপ-আপ সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল OnePlus 7 Pro
একটি নতুন ফিচার যোগ করেছে OnePlus এই ফোনে, যাকে বলে হচ্ছে 'Zen mode'। এই মোড অন রাখলে বেশি খন তানা ফোন ব্যবহার করলে, ২০ মিনিটের জন্য ফোনটি আপনে আপ বন্ধ হয়ে যাবে। এই ২০ মিনিটে আপনি শুধুমাত্র কল রিসিভ বা কল করে পারবেন আর ফটো তুলতে পারবেন।
Snapdragon 855 প্রসেসর, পপ-আপ সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল OnePlus 7 Pro
অনলাইনে শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে OnePlus 7 Pro। এছাড়াও অফলাইনে OnePlus Store ও একাধিক পার্টনার স্টোরে পাওয়া যাবে এই ফোন। 17 মে বিক্রি শুরু হবে OnePlus 7 Pro। অ্যালমণ্ড রঙের ফোন পাওয়া যাবে জুন মাস থেকে।