তিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে যে OnePlus 7 এ থাকবে 6.5 ইঞ্চি fullHD+ এমলেড ডিসপ্লে। ফোনের বেশ মডেলে থাকবে কমপক্ষে 6GB RAM, Snapdragon 855 প্রসেসর। ফোনের ভীতরে থাকতে পারে 4,000mAh ব্যাটারি আর OnePlus 7 এ থাকবে অ্যান্ড্রয়েড 9 Pie আর তাঁর উপরে চবে লেটেষ্ট Oxygen OS। (Image: @OnLeaks)