মে মাসেই বাজারে আসতে চলেছে OnePlus-এর ২টি নতুন ফোন !

Last Updated:
1/8
বেশ কয়েকবার সামনে এসেছে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন OnePlus 7 ছবি। এবার অনলাইনে সামনে এল ফোন লঞ্চের দিন।
বেশ কয়েকবার সামনে এসেছে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন OnePlus 7 ছবি। এবার অনলাইনে সামনে এল ফোন লঞ্চের দিন।
advertisement
2/8
অনলাইন টিপসটার ঈশান আগরওয়াল একটি ট্যুইটে লেখেন যে 14 মে লঞ্চ হবে OnePlus 7। তার মানে আর কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাব ফোনটির অফিসিয়াল টিজার। (Image: @OnLeaks)
অনলাইন টিপসটার ঈশান আগরওয়াল একটি ট্যুইটে লেখেন যে 14 মে লঞ্চ হবে OnePlus 7। তার মানে আর কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাব ফোনটির অফিসিয়াল টিজার। (Image: @OnLeaks)
advertisement
3/8
মনে করা হচ্ছে এক ইভেন্টে তিনটি ফোন লঞ্চ করবে OnePlus 7- OnePlus 7, OnePlus 7 Pro আর OnePlus 7 Pro 5G। যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায় নি। (Image: @OnLeaks)
মনে করা হচ্ছে এক ইভেন্টে তিনটি ফোন লঞ্চ করবে OnePlus 7- OnePlus 7, OnePlus 7 Pro আর OnePlus 7 Pro 5G। যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায় নি। (Image: @OnLeaks)
advertisement
4/8
 সম্প্রতি Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে OnePlus 7 Pro ফোনটি। (Image: @OnLeaks)
সম্প্রতি Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে OnePlus 7 Pro ফোনটি। (Image: @OnLeaks)
advertisement
5/8
Weibo-র একটি পোস্টে দেখা গেছে যে OnePlus 7-এ রয়েছে ডুয়াল এজ ডিসপ্লে, Samsung-এর ফ্ল্যাগশিপ ফোনগুলির মতন। ডিসপ্লেতে নাই কোন নচ বা হোল, তার মানে ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা।  (Image: @OnLeaks)
Weibo-র একটি পোস্টে দেখা গেছে যে OnePlus 7-এ রয়েছে ডুয়াল এজ ডিসপ্লে, Samsung-এর ফ্ল্যাগশিপ ফোনগুলির মতন। ডিসপ্লেতে নাই কোন নচ বা হোল, তার মানে ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। (Image: @OnLeaks)
advertisement
6/8
সেই পোস্টে ফোনের পিছন দিকের ছবি নেই, তাই এখন বলা যাচ্ছে না যে কেমন সেট-আপ থাকবে ক্যামেরার। যদিও একটি ছবিতে দেখা গেছে About Phone স্ক্রিন। তাতে জানা যাচ্ছে যে ফোনে থাকবে 6.67 ইঞ্চি সুপার অপটিক ডিসপ্লে। ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট।
সেই পোস্টে ফোনের পিছন দিকের ছবি নেই, তাই এখন বলা যাচ্ছে না যে কেমন সেট-আপ থাকবে ক্যামেরার। যদিও একটি ছবিতে দেখা গেছে About Phone স্ক্রিন। তাতে জানা যাচ্ছে যে ফোনে থাকবে 6.67 ইঞ্চি সুপার অপটিক ডিসপ্লে। ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট।
advertisement
7/8
সাথেই জানা গিয়েছে যে ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা জার মধ্যে থাকবে একটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 16 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
সাথেই জানা গিয়েছে যে ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা জার মধ্যে থাকবে একটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 16 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
8/8
তিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে যে OnePlus 7 এ থাকবে 6.5 ইঞ্চি fullHD+ এমলেড ডিসপ্লে। ফোনের বেশ মডেলে থাকবে কমপক্ষে 6GB RAM,  Snapdragon 855 প্রসেসর। ফোনের ভীতরে থাকতে পারে 4,000mAh ব্যাটারি আর  OnePlus 7 এ থাকবে অ্যান্ড্রয়েড 9 Pie আর তাঁর উপরে চবে লেটেষ্ট Oxygen OS। (Image: @OnLeaks)
তিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে যে OnePlus 7 এ থাকবে 6.5 ইঞ্চি fullHD+ এমলেড ডিসপ্লে। ফোনের বেশ মডেলে থাকবে কমপক্ষে 6GB RAM, Snapdragon 855 প্রসেসর। ফোনের ভীতরে থাকতে পারে 4,000mAh ব্যাটারি আর OnePlus 7 এ থাকবে অ্যান্ড্রয়েড 9 Pie আর তাঁর উপরে চবে লেটেষ্ট Oxygen OS। (Image: @OnLeaks)
advertisement
advertisement
advertisement