'JioPhone 2' এর পরবর্তী সেল শুরু হবে এই তারিখে, দেখে নিন বুকিং করবেন কীভাবে
Last Updated:
অনেকদিন ধরেই ভাবছেন জিও ফোনের নতুন মডেলটি কিনবেন ? কিন্তু এখনও পর্যন্ত জিও ফোন ২ কিনে উঠতে পারেননি ? তবে আর কোনও চিন্তা নেই ৷ কারণ ২০ সেপ্টেম্বর আগামী সেল শুরু করতে চলেছে জিও ৷ এবার আরও সহজেই বুক করতে পারবেন আপনার পছন্দের মোবাইল ফোনটি ৷ ২০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে www.jio.com এ সেল শুরু হবে ৷ প্রথম ফ্ল্যাশ সেলে কয়েক মিনিটের মধ্যেই আউট অফ স্টক হয়ে গিয়েছিল jiophone2 ৷
advertisement
দেখে নিন কীভাবে বুক করবেন জিও ফোন ২ ৷ jio.com ওপেন করে প্রথমেই JioPhone2 ফ্ল্যাশ সেলের অপশন আসবে ৷ ফ্ল্যাশ সেলে ক্লিক করতে হবে ৷ Buy Now তে ক্লিক করতেই আপনার এলাকার পিন কোড দিয়ে হোম ডেলিভারি সংক্রান্ত জানতে পারেন ৷ বুকিংয়ের সময় আপনার নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে ৷ এরপর যে ঠিকানায় আপনি ডেলিভারি চান সেই অ্যাড্রেস দিতে হবে ৷ এই প্রসেস শেষ করার পর পেমেন্ট অপশন আসবে ৷ নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ৷ বুকিং হয়ে গেলে আপনার রেজিষ্টার্ড নম্বর ও ই-মেল আইডিতে কনফার্মেশন নোটিফিকেশন পাবেন ৷
advertisement
advertisement
KAI অপারেটিং সিস্টেমের সঙ্গে ৫১২ এমবি র্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে ফোনটির ৷ রেয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং VGA ফ্রন্ট ক্যামেরা সেনসরযুক্ত নতুন এই স্মার্ট ফিচার ফোনটি ৷ ব্যাটারিও মোটের উপর ভালই ৷ ২০০০ mAh ৷ এছাড়া জিওফোন-২-তে থাকছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth এবং এফএম রেডিও ৷