লঞ্চের আগেই ফাঁস হল ভারতের প্রথম 5G স্মার্টফোনের ছবি

Last Updated:
জেনে নিন ফোনের দাম ও ফিচারগুলি
1/6
IQOO ইন্ডিয়া লঞ্চ করতে চলেছে ভারতের প্রথম 5G স্মার্টফোন। ইতিমধ্যেই ফ্লিপকার্টে এই ফোনটির টিজার দেখা গিয়েছে। এর থেকে ফোনটি কিছু ফিচারও জানা গিয়েছে।
IQOO ইন্ডিয়া লঞ্চ করতে চলেছে ভারতের প্রথম 5G স্মার্টফোন। ইতিমধ্যেই ফ্লিপকার্টে এই ফোনটির টিজার দেখা গিয়েছে। এর থেকে ফোনটি কিছু ফিচারও জানা গিয়েছে।
advertisement
2/6
ফ্লিপকার্ট-এর ওই টিজার থেকে জানা গিয়েছে যে AnTuTu-তে সব থেকে বেশি স্কোর করেছে এই ফোনটি। মানে এই ফোনটি সব থেকে বেশি পাওয়ারফুল স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিং অনুযায়ী IQOO 3 স্মার্টফোন 597,583 পয়েন্ট পেয়েছে।
ফ্লিপকার্ট-এর ওই টিজার থেকে জানা গিয়েছে যে AnTuTu-তে সব থেকে বেশি স্কোর করেছে এই ফোনটি। মানে এই ফোনটি সব থেকে বেশি পাওয়ারফুল স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিং অনুযায়ী IQOO 3 স্মার্টফোন 597,583 পয়েন্ট পেয়েছে।
advertisement
3/6
এই ফোনে থাকতে পারে Snapdragon 855+ চিপসেট। বেশি কিছু দিন ধরে এই ফোনটির ফিচারও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই ফোনে থাকতে পারে 6.44 ইঞ্চির AMOLED ডিসপ্লে। সাউন্ডের জন্য় থাকছে HiFi AK4377A PA অ্য়াম্প।
এই ফোনে থাকতে পারে Snapdragon 855+ চিপসেট। বেশি কিছু দিন ধরে এই ফোনটির ফিচারও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই ফোনে থাকতে পারে 6.44 ইঞ্চির AMOLED ডিসপ্লে। সাউন্ডের জন্য় থাকছে HiFi AK4377A PA অ্য়াম্প।
advertisement
4/6
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী  IQOO 3-তে থকাতে পারে ৪টি ক্যামেরা, যার মধ্যে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স। সেলফির জন্য থাকতে পারে 16 মেগাপিক্সেল। ফোনের ভিতরে থাকতে পারে 4,410 mAh আর সঙ্গে থাকতে পারে 55W ফাস্ট চার্জিং। ফোনের উপরে থাকছে ৩.৫ মিমি অডিও জ্য়াক।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী IQOO 3-তে থকাতে পারে ৪টি ক্যামেরা, যার মধ্যে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স। সেলফির জন্য থাকতে পারে 16 মেগাপিক্সেল। ফোনের ভিতরে থাকতে পারে 4,410 mAh আর সঙ্গে থাকতে পারে 55W ফাস্ট চার্জিং। ফোনের উপরে থাকছে ৩.৫ মিমি অডিও জ্য়াক।
advertisement
5/6
কোম্পানি অনুযায়ী IQOO 3 পারফর্মেন্স আর বেস্ট 5G টেকনোলোজির মিলন। এতে বেস্ট পারফর্মেন্স, দারুণ ক্যামেরা, শাক্তিসালী ব্যাটারি আর সব থেকে ভাল গেমিং এক্সপিরিয়েন্স। গেমিংয়ের জন্য় এইফোনে থাকবে একটি বিশেষ বাটন। আরও থাকছে ১৮০ Hz টাচ রেসপন্স।
কোম্পানি অনুযায়ী IQOO 3 পারফর্মেন্স আর বেস্ট 5G টেকনোলোজির মিলন। এতে বেস্ট পারফর্মেন্স, দারুণ ক্যামেরা, শাক্তিসালী ব্যাটারি আর সব থেকে ভাল গেমিং এক্সপিরিয়েন্স। গেমিংয়ের জন্য় এইফোনে থাকবে একটি বিশেষ বাটন। আরও থাকছে ১৮০ Hz টাচ রেসপন্স।
advertisement
6/6
 দুটি ভেরিয়েন্টে আসছে এই ফোন। 4G ও 5G।  এখনও IQOO 3 ফোনের দাম জানা যানায় নি কোম্পানি, কিন্তু আশা করা হচ্ছে যে ফোনটির দাম  40,000 টাকার কাছাকাছি হবে বলে।
দুটি ভেরিয়েন্টে আসছে এই ফোন। 4G ও 5G। এখনও IQOO 3 ফোনের দাম জানা যানায় নি কোম্পানি, কিন্তু আশা করা হচ্ছে যে ফোনটির দাম 40,000 টাকার কাছাকাছি হবে বলে।
advertisement
advertisement
advertisement