গেমারদের জন্য সুখবর! শীঘ্রই আসছে Asus Rog Phone 7! কেমন হতে পারে ফিচার, ফাঁস হল তথ্য

Last Updated:
শীঘ্রই Asus ROG Phone 7 সিরিজ লঞ্চ করতে চলেছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি টাইমার ব্যানারও দিয়েছে।
1/7
একের পর এক সংস্থার তরফ থেকে লঞ্চ করা হচ্ছে আধুনিক মানের স্মার্টফোন। একটির ফিচার অন্যটির থেকে আলাদা। আবার কখনও দু’টি সংস্থার স্মার্টফোন একই ফিচার নিয়ে আসছে বাজারে, ফলে প্রতিযোগিতা বাড়ছে। আগামী ১৩ এপ্রিল লঞ্চ করতে চলেছে Asus ROG Phone 7 সিরিজ।
একের পর এক সংস্থার তরফ থেকে লঞ্চ করা হচ্ছে আধুনিক মানের স্মার্টফোন। একটির ফিচার অন্যটির থেকে আলাদা। আবার কখনও দু’টি সংস্থার স্মার্টফোন একই ফিচার নিয়ে আসছে বাজারে, ফলে প্রতিযোগিতা বাড়ছে। আগামী ১৩ এপ্রিল লঞ্চ করতে চলেছে Asus ROG Phone 7 সিরিজ।
advertisement
2/7
এবার আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে খুব শীঘ্রই Asus ROG Phone 7 সিরিজ লঞ্চ করতে চলেছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি টাইমার ব্যানারও দিয়েছে, সকলকে জানানোর জন্য। তবে এর থেকে বেশি কিছু জানানো হয়নি। যদি এরই মধ্যে ফোনটির কিছু ফিচার ফাঁস হয়েছে।
এবার আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে খুব শীঘ্রই Asus ROG Phone 7 সিরিজ লঞ্চ করতে চলেছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি টাইমার ব্যানারও দিয়েছে, সকলকে জানানোর জন্য। তবে এর থেকে বেশি কিছু জানানো হয়নি। যদি এরই মধ্যে ফোনটির কিছু ফিচার ফাঁস হয়েছে।
advertisement
3/7
মনে করা হচ্ছে, এই সিরিজে ২টি ফোন লঞ্চ হবে। Asus ROG Phone 7 সিরিজের ২টি ফোন একই সঙ্গে লঞ্চ করা হতে পারে বলে এক প্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল। এতে Snapdragon 8 Gen 2 প্রসেসর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত এই নতুন লঞ্চ হওয়া স্মার্টফোনগুলি Android 13 দ্বারা চালিত। জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য—
মনে করা হচ্ছে, এই সিরিজে ২টি ফোন লঞ্চ হবে। Asus ROG Phone 7 সিরিজের ২টি ফোন একই সঙ্গে লঞ্চ করা হতে পারে বলে এক প্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল। এতে Snapdragon 8 Gen 2 প্রসেসর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত এই নতুন লঞ্চ হওয়া স্মার্টফোনগুলি Android 13 দ্বারা চালিত। জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য—
advertisement
4/7
Asus-এর তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও Asus ROG Phone 7 সিরিজ সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। তবে এর আগে ফোনটির গ্লোবাল লঞ্চিং সম্পর্কে তথ্য দিয়েছিল Asus। আবার এই সিরিজটিকে অনেক বেঞ্চমার্ক সাইটেও দেখা গেছে।
Asus-এর তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও Asus ROG Phone 7 সিরিজ সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। তবে এর আগে ফোনটির গ্লোবাল লঞ্চিং সম্পর্কে তথ্য দিয়েছিল Asus। আবার এই সিরিজটিকে অনেক বেঞ্চমার্ক সাইটেও দেখা গেছে।
advertisement
5/7
বলা হচ্ছে যে এই স্মার্টফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা থাকতে পারে, যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেকেন্ডারি লেন্স এবং ৮ মেগাপিক্সেল ম্যাক্রো থার্ড লেন্স। একই সময়ে, সেলফির জন্য এই ফোনে থাকতে পারে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
বলা হচ্ছে যে এই স্মার্টফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা থাকতে পারে, যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেকেন্ডারি লেন্স এবং ৮ মেগাপিক্সেল ম্যাক্রো থার্ড লেন্স। একই সময়ে, সেলফির জন্য এই ফোনে থাকতে পারে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
advertisement
6/7
Asus ROG Phone 7 ফোনটিতে ১৬জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ফোনে ৩.১৯GHz ক্লক স্পিড-সহ প্রসেসর থাকতে পারে। স্মার্টফোনটির ওজন হতে পারে ২৩৯ গ্রামের কাছাকাছি।
Asus ROG Phone 7 ফোনটিতে ১৬জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ফোনে ৩.১৯GHz ক্লক স্পিড-সহ প্রসেসর থাকতে পারে। স্মার্টফোনটির ওজন হতে পারে ২৩৯ গ্রামের কাছাকাছি।
advertisement
7/7
গত বছরের জুলাই মাসে, Asus ROG Phone 6 এবং ROG Phone 6 Pro স্মার্টফোন দু’টি ভারতে লঞ্চ করেছিল। এই দুটি গেমিং স্মার্টফোনে রয়েছে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8+ gen 1 SoC প্রসেসর।
গত বছরের জুলাই মাসে, Asus ROG Phone 6 এবং ROG Phone 6 Pro স্মার্টফোন দু’টি ভারতে লঞ্চ করেছিল। এই দুটি গেমিং স্মার্টফোনে রয়েছে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8+ gen 1 SoC প্রসেসর।
advertisement
advertisement
advertisement