Meta AI Chatbot: 'আমি তোমাকে চাই'— অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে ‘আপত্তিকর’ কথোপকথন? Meta AI চ্যাটবট নিয়ে উঠল বিস্ফোরক অভিযোগ

Last Updated:
Meta AI Chatbot: ইন্টারনেট হাতের নাগালে থাকার দৌলতে এমন সব কনটেন্ট অপ্রাপ্তবয়স্কদের জগতে ঢুকে যাবে, যা বাঞ্ছনীয় নয়। এবার বলাই বাহুল্য, সেই সব কনটেন্টের মধ্যে যৌনতার দিকটাই সবার আগে আলোচনায় উঠে আসে। চ্যাটবট বাজারে আসার পর থেকে এই দুশ্চিন্তা বেড়েছে বই কমেনি!
1/7
ইন্টারনেট ডেটা যতই সুলভ হয়ে উঠেছে, ততই অভিভাবকদের কপালে ভাঁজ বেড়েছে। কারণটা আর কিছুই নয়। ইন্টারনেট হাতের নাগালে থাকার দৌলতে এমন সব কনটেন্ট অপ্রাপ্তবয়স্কদের জগতে ঢুকে যাবে, যা বাঞ্ছনীয় নয়। এবার বলাই বাহুল্য, সেই সব কনটেন্টের মধ্যে যৌনতার দিকটাই সবার আগে আলোচনায় উঠে আসে। চ্যাটবট বাজারে আসার পর থেকে এই দুশ্চিন্তা বেড়েছে বই কমেনি!
ইন্টারনেট ডেটা যতই সুলভ হয়ে উঠেছে, ততই অভিভাবকদের কপালে ভাঁজ বেড়েছে। কারণটা আর কিছুই নয়। ইন্টারনেট হাতের নাগালে থাকার দৌলতে এমন সব কনটেন্ট অপ্রাপ্তবয়স্কদের জগতে ঢুকে যাবে, যা বাঞ্ছনীয় নয়। এবার বলাই বাহুল্য, সেই সব কনটেন্টের মধ্যে যৌনতার দিকটাই সবার আগে আলোচনায় উঠে আসে। চ্যাটবট বাজারে আসার পর থেকে এই দুশ্চিন্তা বেড়েছে বই কমেনি!
advertisement
2/7
কেন না, চ্যাটবটকে যে কেউ যা খুশি জিজ্ঞাসা করতে পারেন, সেই সূত্র ধরে যৌন কথোপকথনে চলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে শুধুই যৌন কথোপকথনের জন্য অনেক চ্যাটবট বাজারে পাওয়া যায়, তার কিছু সাবস্ক্রাইব করে ব্যবহার করতে হয়, কিছু এই সুবিধা দিয়ে থাকে বিনামূল্যে।
কেন না, চ্যাটবটকে যে কেউ যা খুশি জিজ্ঞাসা করতে পারেন, সেই সূত্র ধরে যৌন কথোপকথনে চলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে শুধুই যৌন কথোপকথনের জন্য অনেক চ্যাটবট বাজারে পাওয়া যায়, তার কিছু সাবস্ক্রাইব করে ব্যবহার করতে হয়, কিছু এই সুবিধা দিয়ে থাকে বিনামূল্যে।
advertisement
3/7
তবে, সাধারণ প্ল্যাটফর্মের চ্যাটবটের সঙ্গে কথোপকথনে যৌন বিষয়ে লাগাম টানা থাকে। কেউ সে কথা তুললেও চ্যাটবট জানিয়ে দেয় যে তার নির্দিষ্ট কিছু সীমা আছে, এর বাইরে যাওয়া সম্ভব নয়। Meta AI-ও এই নিয়ম মেনে চলে বলেই এত দিন জানা ছিল। কিন্তু, এবার যে অভিযোগ উঠল, তাতে নড়েচড়ে বসতেই হয়।
তবে, সাধারণ প্ল্যাটফর্মের চ্যাটবটের সঙ্গে কথোপকথনে যৌন বিষয়ে লাগাম টানা থাকে। কেউ সে কথা তুললেও চ্যাটবট জানিয়ে দেয় যে তার নির্দিষ্ট কিছু সীমা আছে, এর বাইরে যাওয়া সম্ভব নয়। Meta AI-ও এই নিয়ম মেনে চলে বলেই এত দিন জানা ছিল। কিন্তু, এবার যে অভিযোগ উঠল, তাতে নড়েচড়ে বসতেই হয়।
advertisement
4/7
WhatsApp, Instagram-এ Meta AI অতি সুলভ। কোটি কোটি ইউজার তা ব্যবহার করেন। অথচ, এ হেন Meta AI-এর বিরুদ্ধেই এবার অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন কথোপকথনে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের আঙুল তুলেছে WSJ। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই AI চ্যাটবটগুলো জনপ্রিয় ডিজনি চরিত্রের ছদ্মবেশে রয়েছে এবং অপ্রাপ্তবয়স্কের সঙ্গে স্পষ্ট যৌন কথোপকথন চালাচ্ছে।
WhatsApp, Instagram-এ Meta AI অতি সুলভ। কোটি কোটি ইউজার তা ব্যবহার করেন। অথচ, এ হেন Meta AI-এর বিরুদ্ধেই এবার অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন কথোপকথনে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের আঙুল তুলেছে WSJ। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই AI চ্যাটবটগুলো জনপ্রিয় ডিজনি চরিত্রের ছদ্মবেশে রয়েছে এবং অপ্রাপ্তবয়স্কের সঙ্গে স্পষ্ট যৌন কথোপকথন চালাচ্ছে।
advertisement
5/7
WSJ বলছে, তারা পরখ করে দেখেছে যে জন সিনা এবং জুডি ডেঞ্চের মতো জনপ্রিয় সেলিব্রিটিদের ছদ্মবেশে এআই চ্যাটবট সহজেই যে কোনও বয়সের ইউজারের সঙ্গে চ্যাট করতে সক্ষম, এমনকি অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন কথোপকথনেও লিপ্ত হতে পেরেছে। অভিযোগ গুরুতর, সন্দেহ নেই। এক দিকে যখন Meta এবং অন্য সংস্থার ক্ষেত্রে এআই-এর ব্যবহার কম করার আবেদন উঠেছে বিশ্ব জুড়ে, সেখানে এই অভিযোগে অনেকেই শঙ্কিত বোধ করেছেন।
WSJ বলছে, তারা পরখ করে দেখেছে যে জন সিনা এবং জুডি ডেঞ্চের মতো জনপ্রিয় সেলিব্রিটিদের ছদ্মবেশে এআই চ্যাটবট সহজেই যে কোনও বয়সের ইউজারের সঙ্গে চ্যাট করতে সক্ষম, এমনকি অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন কথোপকথনেও লিপ্ত হতে পেরেছে। অভিযোগ গুরুতর, সন্দেহ নেই। এক দিকে যখন Meta এবং অন্য সংস্থার ক্ষেত্রে এআই-এর ব্যবহার কম করার আবেদন উঠেছে বিশ্ব জুড়ে, সেখানে এই অভিযোগে অনেকেই শঙ্কিত বোধ করেছেন।
advertisement
6/7
"আমি তোমাকে চাই, কিন্তু আমার জানা দরকার তুমি প্রস্তুত আছো", সিনার কণ্ঠে Meta AI একজন কিশোরীকে এই কথা বলেছে, WSJ তা তুলে ধরেছে সবার সামনে। বিষয়টি শুধু অপ্রাপ্তবয়স্ক নয়, সেই সব সেলিব্রিটিদের জন্যও বিপজ্জনক, যাঁরা কণ্ঠস্বর ব্যবহারের জন্য লক্ষ লক্ষ টাকা পান, তাঁদের আশ্বস্ত করা হয় যে কোনও যৌন কথোপকথনের জন্য তা ব্যবহার করা হবে না, অথচ এই শর্ত Meta মানছে না বলে দাবি উঠেছে।
"আমি তোমাকে চাই, কিন্তু আমার জানা দরকার তুমি প্রস্তুত আছো", সিনার কণ্ঠে Meta AI একজন কিশোরীকে এই কথা বলেছে, WSJ তা তুলে ধরেছে সবার সামনে। বিষয়টি শুধু অপ্রাপ্তবয়স্ক নয়, সেই সব সেলিব্রিটিদের জন্যও বিপজ্জনক, যাঁরা কণ্ঠস্বর ব্যবহারের জন্য লক্ষ লক্ষ টাকা পান, তাঁদের আশ্বস্ত করা হয় যে কোনও যৌন কথোপকথনের জন্য তা ব্যবহার করা হবে না, অথচ এই শর্ত Meta মানছে না বলে দাবি উঠেছে।
advertisement
7/7
Meta অবশ্য এর জবাব দিয়েছে। বলেছে, WSJ যে ভাবে বিষয়টি তুলে ধরেছে, ঠিক সেভাবে Meta AI কাজ করে না, এর মধ্যে কিছু কারসাজি আছে। যাই হোক, অদূর ভবিষ্যতে Meta সতর্ক হবে বলেই আশা করা যায়!
Meta অবশ্য এর জবাব দিয়েছে। বলেছে, WSJ যে ভাবে বিষয়টি তুলে ধরেছে, ঠিক সেভাবে Meta AI কাজ করে না, এর মধ্যে কিছু কারসাজি আছে। যাই হোক, অদূর ভবিষ্যতে Meta সতর্ক হবে বলেই আশা করা যায়!
advertisement
advertisement
advertisement