Inverter Bulb: লোডশেডিং হলেও চিন্তা নেই! কারেন্ট চলে গেলেও ১২ ঘণ্টা পর্যন্ত জ্বলবে এই বাল্ব
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই ধরনের বাল্ব এক চার্জে একটানা ১২ ঘণ্টা জ্বলতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই ইনভার্টার বাল্বের সমস্ত খুঁটিনাটি।
ভারতের বিভিন্ন জায়গায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরম। এই তীব্র গরমের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় আরও একটি সমস্যা মাথাচাড়া দিয়েছে। সেটি হল লোডশেডিং। দেশের বিভিন্ন শহরে ঘণ্টার পর ঘণ্টা ধরে লোডশেডিং হয়ে চলেছে। এর ফলে গরমের পাশাপাশি রাতে আলোর সমস্যাও দেখা দিতে শুরু করেছে। দিনের বেলা সূর্যের আলোতে কাজ করতে কোনও সমস্যা না হলেও, রাতে সূর্যের আলো নিভে গেলে অন্ধকারে কাজ করা কঠিন হয়ে পড়ে।
advertisement
এমন পরিস্থিতিতে, প্রয়োজন এমন লাইটের, যা একটানা অনেক সময় পর্যন্ত জ্বলতে পারে, তাও বিদ্যুৎ ছাড়া। শুনতে অবাক লাগলেও বর্তমানে বাজারে এমন বেশ কিছু ইনভার্টার বাল্ব রয়েছে। যা বিদ্যুৎ ছাড়াও একটানা লম্বা সময় পর্যন্ত জ্বলতে সক্ষম। এর সঙ্গে ব্যাটারিও পাওয়া যায়। এই ধরনের বাল্ব এক চার্জে একটানা ১২ ঘণ্টা জ্বলতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই ইনভার্টার বাল্বের সমস্ত খুঁটিনাটি।
advertisement
এই ধরনের ইনভার্টার বাল্ব বহু রঙের বিকল্পে পাওয়া যায়। আবার সাদা রঙের বাল্বও পাওয়া যায়। অর্থাৎ গ্রাহকরা নিজেদের পছন্দের রঙের বাল্ব বেছে নিতে পারবেন। এই বাল্ব গ্রাম ও গ্রামাঞ্চলের সেই সব বাড়িতে সহজেই কাজে লাগতে পারে, যেখানে কোনও ইনভার্টার নেই এবং সারা রাত বিদ্যুৎ থাকে না। একই সঙ্গে এই ইনভার্টার এলইডি বাল্বে বিভিন্ন দুর্দান্ত ফিচারও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
অ্যামাজন থেকে ইনভার্টার বাল্ব কিনলে গ্রাহকরা বিনামূল্যে ডেলিভারি, পেমেন্ট অন ডেলিভারি, ১০ দিনের রিটার্ন সুবিধা এবং এক বছরের ওয়ারেন্টি পাবে। এছাড়াও, গ্রাহকরা ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্টে ইনভার্টার বাল্বের অন্যান্য বিকল্পগুলিও পাবেন। কেউ যদি বেশি পাওয়ার বা বেশি ব্যাটারি ব্যাকআপের বাল্ব কিনতে চান, তাহলে তিনি ই-কমার্স সাইটে সার্চ করতে পারেন।