Lifestyle Tips: বারান্দায় ওয়াশিং মেশিন রাখলে খারাপ হওয়ার ভয়? আসলে কী ঘটে? না জানলে ঠকবেন

Last Updated:
Lifestyle Tips: যেমন মেশিন রাখতে হলে সর্বদা ব্যালকনির এক কোণে একটু উঁচু জায়গা বেছে নেওয়া উচিত। এতে বৃষ্টির জল ব্যালকনিতে ঢুকলেও যাতে কোনও ভাবেই মেশিনের ভেতরে না ঢুকতে পারে, নয়তো মেশিন জ্যাম হয়ে যাওয়ার ভয় থাকে।
1/7
ওয়াশিং মেশিন এখন প্রত্যেক বাড়িতেই ব্যবহার্য অত্যাবশ্যক জিনিসের মধ্যে একটি। অনেকেই বাথরুমে বা ঘরে স্থানের অভাবে ওয়াশিং মেশিন ব্যালকনিতে রাখেন। এতে জামাকাপড় ধুতেও বিশেষ সুবিধে হয়, আবার ঘর অপরিচ্ছন্ন হওয়ার ভয় থাকে না।
ওয়াশিং মেশিন এখন প্রত্যেক বাড়িতেই ব্যবহার্য অত্যাবশ্যক জিনিসের মধ্যে একটি। অনেকেই বাথরুমে বা ঘরে স্থানের অভাবে ওয়াশিং মেশিন ব্যালকনিতে রাখেন। এতে জামাকাপড় ধুতেও বিশেষ সুবিধে হয়, আবার ঘর অপরিচ্ছন্ন হওয়ার ভয় থাকে না।
advertisement
2/7
তবে অনেকের মনেই এমন প্রশ্ন থাকে যে ওয়াশিং মেশিন আদৌ ব্যালকনিতে রাখা ঠিক কি না? বা এতে মেশিন খারাপ হয়ে যাওয়ার ভয় রয়েছে কি না। এর উত্তর হল ব্যালকনিতে সহজেই ওয়াশিং মেশিন রাখা যায়। তবে এর জন্য কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করাই ভাল।
তবে অনেকের মনেই এমন প্রশ্ন থাকে যে ওয়াশিং মেশিন আদৌ ব্যালকনিতে রাখা ঠিক কি না? বা এতে মেশিন খারাপ হয়ে যাওয়ার ভয় রয়েছে কি না। এর উত্তর হল ব্যালকনিতে সহজেই ওয়াশিং মেশিন রাখা যায়। তবে এর জন্য কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করাই ভাল।
advertisement
3/7
যেমন মেশিন রাখতে হলে সর্বদা ব্যালকনির এক কোণে একটু উঁচু জায়গা বেছে নেওয়া উচিত। এতে বৃষ্টির জল ব্যালকনিতে ঢুকলেও যাতে কোনও ভাবেই মেশিনের ভেতরে না ঢুকতে পারে, নয়তো মেশিন জ্যাম হয়ে যাওয়ার ভয় থাকে।
যেমন মেশিন রাখতে হলে সর্বদা ব্যালকনির এক কোণে একটু উঁচু জায়গা বেছে নেওয়া উচিত। এতে বৃষ্টির জল ব্যালকনিতে ঢুকলেও যাতে কোনও ভাবেই মেশিনের ভেতরে না ঢুকতে পারে, নয়তো মেশিন জ্যাম হয়ে যাওয়ার ভয় থাকে।
advertisement
4/7
বারান্দায় ওয়াশিং মেশিন রাখার সময় খেয়াল রাখতে হবে তা যেন কোনও শেডের ভেতরে থাকে। অর্থাৎ মেশিনের ওপরে যেন কোনও ভাবে সরাসরি সূর্যের আলো বা সরাসরি বৃষ্টির জল না পড়ে। কারণ, এতে মেশিনের ক্ষতি হতে পারে।
বারান্দায় ওয়াশিং মেশিন রাখার সময় খেয়াল রাখতে হবে তা যেন কোনও শেডের ভেতরে থাকে। অর্থাৎ মেশিনের ওপরে যেন কোনও ভাবে সরাসরি সূর্যের আলো বা সরাসরি বৃষ্টির জল না পড়ে। কারণ, এতে মেশিনের ক্ষতি হতে পারে।
advertisement
5/7
ওয়াশিং মেশিন থেকে জল বেরিয়ে যাওয়া বা জল ভরার জন্য অনেকগুলি ছিদ্র বা ছিদ্রযুক্ত পাইপ থাকে। এই ছিদ্র দিয়ে যদি কোনও ভাবে কোনও পোকামাকড় ঢুকে যায় তাহলেও মেশিন খারাপ হয়ে যেতে পারে। তাই পোকামাকড়ের হাত থেকে মেশিনকে রক্ষা করতে বারান্দার খোলা অংশে নেটের ঢাকনা ব্যবহার করা যেতে পারে। এটি মেশিনটিকে নিরাপদ রাখবে।
ওয়াশিং মেশিন থেকে জল বেরিয়ে যাওয়া বা জল ভরার জন্য অনেকগুলি ছিদ্র বা ছিদ্রযুক্ত পাইপ থাকে। এই ছিদ্র দিয়ে যদি কোনও ভাবে কোনও পোকামাকড় ঢুকে যায় তাহলেও মেশিন খারাপ হয়ে যেতে পারে। তাই পোকামাকড়ের হাত থেকে মেশিনকে রক্ষা করতে বারান্দার খোলা অংশে নেটের ঢাকনা ব্যবহার করা যেতে পারে। এটি মেশিনটিকে নিরাপদ রাখবে।
advertisement
6/7
মেশিন বেশ কিছুদিন ব্যবহারের পর থেকে ক্রমাগত তার পরীক্ষা করা উচিত। যেহেতু মেশিনটি বারান্দায় খোলা অবস্থায় রাখা হয়, তাই কোনও প্রকারের তারের সমস্যা দেখা দিতেই পারে। সে জন্য মাসে একবার এর ওয়্যারিংয়ের দিকে নজর রাখা উচিত। যাতে সম্ভাব্য যে কোনও বিপদ এড়ানো যায়।
মেশিন বেশ কিছুদিন ব্যবহারের পর থেকে ক্রমাগত তার পরীক্ষা করা উচিত। যেহেতু মেশিনটি বারান্দায় খোলা অবস্থায় রাখা হয়, তাই কোনও প্রকারের তারের সমস্যা দেখা দিতেই পারে। সে জন্য মাসে একবার এর ওয়্যারিংয়ের দিকে নজর রাখা উচিত। যাতে সম্ভাব্য যে কোনও বিপদ এড়ানো যায়।
advertisement
7/7
মেশিনের ওপরে বৃষ্টি প্রতিরোধক শিট ইনস্টল করা উচিত। ব্যালকনির খোলা জায়গায় নিচের দিকে বৃষ্টি প্রতিরোধী শিট বসানো উচিত। এতে জল সরাসরি মেশিনে পড়বে না এবং খুব সহজেই মেশিন দীর্ঘদিন ভাল অবস্থায় থাকবে।
মেশিনের ওপরে বৃষ্টি প্রতিরোধক শিট ইনস্টল করা উচিত। ব্যালকনির খোলা জায়গায় নিচের দিকে বৃষ্টি প্রতিরোধী শিট বসানো উচিত। এতে জল সরাসরি মেশিনে পড়বে না এবং খুব সহজেই মেশিন দীর্ঘদিন ভাল অবস্থায় থাকবে।
advertisement
advertisement
advertisement