Keyboard Shorcuts: কম্পিউটারের কাজ হবে আরও তাড়াতাড়ি! জেনে রাখুন এই পাঁচটি শর্টকাট

Last Updated:
Keyboard Shorcuts: কোনও উইন্ডো মিনিমাইজ করার প্রয়োজন হলে মোটেও মাউসে ক্লিক করার প্রয়োজন নেই। বরং খুব সহজেই সেকাজ করে দিতে পারে মাত্র দু’টি ‘কি’
1/7
কম্পিউটারের আসল ব্যবহারিক জায়গা হল ‘কি-বোর্ড’। আর এই কি-বোর্ড ব্যবহার করতে গেলে কিছু শর্টকাট জানতেই হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটারও উন্নত হয়েছে। কিন্তু কি-বোর্ডের কোনও পরিবর্তন এখনও হয়নি তেমন। কাজের সুবিধার জন্য কিছু শর্টকাট ব্যবহার করা যায় এই কি-বোর্ড থেকে।
কম্পিউটারের আসল ব্যবহারিক জায়গা হল ‘কি-বোর্ড’। আর এই কি-বোর্ড ব্যবহার করতে গেলে কিছু শর্টকাট জানতেই হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটারও উন্নত হয়েছে। কিন্তু কি-বোর্ডের কোনও পরিবর্তন এখনও হয়নি তেমন। কাজের সুবিধার জন্য কিছু শর্টকাট ব্যবহার করা যায় এই কি-বোর্ড থেকে।
advertisement
2/7
এতে অনেক কম সময়ে অনেক বেশি কাজ সেরে ফেলা সম্ভব হয়। কিছু শর্টকাট সকলেই জানেন, যেমন-- Ctrl + C বা Ctrl + V ব্যবহার করে কপি-পেস্ট করা যায়। কিন্তু এর পাশাপাশি আরও অনেক রকম শর্টকাট তৈরি করে নেওয়া যায়। যা সময় বাঁচাতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—
এতে অনেক কম সময়ে অনেক বেশি কাজ সেরে ফেলা সম্ভব হয়। কিছু শর্টকাট সকলেই জানেন, যেমন-- Ctrl + C বা Ctrl + V ব্যবহার করে কপি-পেস্ট করা যায়। কিন্তু এর পাশাপাশি আরও অনেক রকম শর্টকাট তৈরি করে নেওয়া যায়। যা সময় বাঁচাতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
3/7
 Windows Key + D Letter Key / Windows Key + M Letter Key: কোনও উইন্ডো খুলে রেখে কাজ করতে করতে হঠাৎ তা মিনিমাইজ করার প্রয়োজন হলে মোটেও মাউসে ক্লিক করার প্রয়োজন নেই। বরং খুব সহজেই সেকাজ করে দিতে পারে মাত্র দু’টি ‘কি’।
Windows Key + D Letter Key / Windows Key + M Letter Key: কোনও উইন্ডো খুলে রেখে কাজ করতে করতে হঠাৎ তা মিনিমাইজ করার প্রয়োজন হলে মোটেও মাউসে ক্লিক করার প্রয়োজন নেই। বরং খুব সহজেই সেকাজ করে দিতে পারে মাত্র দু’টি ‘কি’।
advertisement
4/7
এজন্য একই সঙ্গে চাপতে হবে Windows Key + D Letter Key অথবা Windows Key + M Letter Key। সঙ্গে সঙ্গেই দেখা যায় পিসি বা ল্যাপটপের উইন্ডো মিনিমাইজ হয়ে গেছে। একসঙ্গে সমস্ত উইন্ডো বন্ধ করে দিতে পারে এটি।
এজন্য একই সঙ্গে চাপতে হবে Windows Key + D Letter Key অথবা Windows Key + M Letter Key। সঙ্গে সঙ্গেই দেখা যায় পিসি বা ল্যাপটপের উইন্ডো মিনিমাইজ হয়ে গেছে। একসঙ্গে সমস্ত উইন্ডো বন্ধ করে দিতে পারে এটি।
advertisement
5/7
Windows Key + E Letter Key: নিমেষে My Computer খুলতে চাইলে ব্যবহার করা যেতে পারে একটি শর্টকাট— Windows Key + E Letter Key। এই দু’টি ‘কি’ একসঙ্গে চাপলেই খুলে যাবে কম্পিউটার। যেখান থেকে খুব সহজে বের করে নিতে পারা যাবে নিজের পিসি বা ল্যাপটপের যেকোনও ফাইল, ফোল্ডার বা অ্যাপ্লিকেশন।
Windows Key + E Letter Key: নিমেষে My Computer খুলতে চাইলে ব্যবহার করা যেতে পারে একটি শর্টকাট— Windows Key + E Letter Key। এই দু’টি ‘কি’ একসঙ্গে চাপলেই খুলে যাবে কম্পিউটার। যেখান থেকে খুব সহজে বের করে নিতে পারা যাবে নিজের পিসি বা ল্যাপটপের যেকোনও ফাইল, ফোল্ডার বা অ্যাপ্লিকেশন।
advertisement
6/7
Windows Key + L Letter Key: কোনও উইন্ডোতে লগ-ইন করা থাকলে অনেক সময়ই আবার লগ আউট করে বেরিয়ে অন্য ব্যবহারকারী হিসেবে লগ-ইন করতে হবে। কিন্তু Windows Key + L Letter Key দু’টি একসঙ্গে চেপে শর্টকাট করতে পারলে স্ক্রিনে স্যুইচ করার সুযোগ পাওয়া যায়। তখন অন্য ব্যবহারকারীর হিসেব লগ-ইন করা যায়।
Windows Key + L Letter Key: কোনও উইন্ডোতে লগ-ইন করা থাকলে অনেক সময়ই আবার লগ আউট করে বেরিয়ে অন্য ব্যবহারকারী হিসেবে লগ-ইন করতে হবে। কিন্তু Windows Key + L Letter Key দু’টি একসঙ্গে চেপে শর্টকাট করতে পারলে স্ক্রিনে স্যুইচ করার সুযোগ পাওয়া যায়। তখন অন্য ব্যবহারকারীর হিসেব লগ-ইন করা যায়।
advertisement
7/7
Windows Key + R Letter Key: এই দুটি ‘কি’ একসঙ্গে চাপলে সরাসরি 'Run' ডায়ালগ বাক্সে চলে যাওয়া যাবে।
Windows Key + R Letter Key: এই দুটি ‘কি’ একসঙ্গে চাপলে সরাসরি 'Run' ডায়ালগ বাক্সে চলে যাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement